Header Ads

মন্ত্ৰিত্ব পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়, মেয়রের পদও ছাড়তে বলেছেন মুখ্যমন্ত্ৰী


 ছবি, সৌঃওয়ানইন্ডিয়া.কম
কলকাতাঃ বিধানসভায় পশ্চিমবঙ্গের আবাসন ও দমকল বিভাগের মন্ত্ৰী তথা কলকাতা কৰ্পোরেশনের মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্যে মঙ্গলবার ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুখ্যমন্ত্ৰীর সঙ্গে মনোমালিন্যও হয়। তার পরেই নবান্নে গিয়ে মন্ত্ৰিত্ব ছাড়েন শোভন চট্টোপাধ্যায়। কয়েকঘন্টার মধ্যেই ইস্তফা দেন তিনি। এবং তা গ্ৰহণ করে রাজ্য সরকার। নবান্ন থেকে ইস্তফা পত্ৰ পাঠানো হয় রাজভবনে। পরে মুখ্যমন্ত্ৰী জানিয়েছেন- যে দুটি দফতর থেকে শোভন ইস্তফা দিয়েছেন তা আপাতত সামলাবেন পুর ও নগরোন্নয়ন মন্ত্ৰী ফিরহাদ হাকিম। পাশাপাশি মেয়রের পদ থেকেও পদত্যাগ করেছেন শোভন। মুখ্যমন্ত্ৰী জানিয়েছন, আপাতত পুর কমিশনার খলিল আহমেদ পুরসভার দায়িত্ব সামলাবেন। প্ৰসঙ্গত, মঙ্গলবার বিধানসভায় দুপুরে অধিবেশন শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শোভন চট্টোপাধ্যায়কে ডেকে তাঁর কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা। কাজ ফেলে মেয়র শাড়ি-চুড়ির দোকানে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। ইঙ্গিত যে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিকে, তা বুঝতে পেরে এ দিন কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন শোভন। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব গৌতম সান্যালের হাতে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন শোভন। পরে জানা গেছে শোভন নাকি  তাঁর ঘনিষ্ঠ মহলে বলেন- এ ভাবে অপমানিত হয়ে আর কাজ করা যাচ্ছিল না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.