কন্যাসন্তান বাঁচাও, শিশু দিবসে শিশুরা দিল সজাগতার বাণী
গুয়াহাটিঃ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্ম দিবসে বুধবার সারা দেশের সঙ্গে সঙ্গে মহানগরের সমস্ত স্কুলগুলিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই দিবস। মহানগরের মালিগাঁও স্থিত কিডজির শিশুরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একটু ভিন্নভাবে এই দিবস পালন করল। এই দিবস উপলক্ষে স্কুলে আয়োজন করা হয় সজাগতামূলক বিশেষ অনুষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েরা ডাক্তার, নার্স, পুলিসের পোশাক পরে সমাজের প্রতি কৰ্তব্য পালনে দিবানিশি ব্যস্ত লোকদের সম্মান জানায়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। এছাড়াও কন্যা সন্তান হত্যার ঘটনা রোধ করতে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে শিশুরা জানায় প্রতিবাদ। শিশু দিবসের দিনে স্কুলের ২০টি শিশুকে শিক্ষামূলক ভ্রমণের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। এছাড়াও অনাথ শিশুদের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। অন্যদিকে, জালুকবাড়ির খানামুখের গ্রিন ভ্যালি পাবলিক স্কুলেও শিশু দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরূপ জেলার কমিশনার কমলকুমার বৈশ্য এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিক টঙ্কেশ্বর দাস। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন গান ও নাচের মাধ্যমে চাচা নেহেরুকে স্মরণ করে শ্রদ্ধা জানায়। ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন কাজের একটি প্রদর্শনীরও আয়োজন করে।









কোন মন্তব্য নেই