Header Ads

দুৰ্গোৎসবে মহাপঞ্চমীর সন্ধ্যে থেকেই জমজমাট পাণ্ডু মালিগাও এলাকা


দেবযানী পাটিকর  
 গুয়াহাটিঃ মহাপঞ্চমীর রাতেই একসঙ্গে পাণ্ডু মালিগাও এলাকার প্রায় সবকটি পুজোর উদ্বোধন হয়।  ষষ্ঠির দিনও এলাকার একাধিক পুজোর উদ্বোধন হয়েছে। পাণ্ডুর নব জাগৃতি সংঘের পুজো এবছর বৌদ্ধ মঠের আদলে বিশাল মণ্ডপ তৈরি করা হয়েছে। রবিবারে পুজোর উদ্ঘাটন করেন রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিংহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৌদ্ধ ভিক্ষু প্রেমানন্দ ভিক্ষু। অনুষ্ঠানে শ্রী সত্যম সিনিয়র সেকেন্ডারী স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ধরম চাঁদ গুপ্তর সাথে আরও বহু গণ্য মান্য ব্যক্তির উপস্থিতি ছিল। এদিন একইসঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রেস্ট ক্যাম্প কালীবাড়ির দুৰ্গা পুজোরও উদ্বোধন হয়। উদ্বোধন করেন পাণ্ডু ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বরুনানন্দ মহারাজ। তিনি এদিন কামাখ্যা নগরের পুজোরও উদ্বোধন করেন। কলেজ গেটের কাছে আমেরিকান কলোনির পুজো এবং মালিগাও কালীবাড়ির পুজোর ও উদ্বোধন হয়। পাণ্ডু এলাকার জয়হিন্দ ক্লাবের পুজোর উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা সুখরঞ্জন দে।এদিন সন্ধ্যেয় পাণ্ডু মালিগাও এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে লোকের ভিড় ছিল চোখে পরার মতো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.