Header Ads

দেবী বিসর্জন। মা দুর্গাকে বিদায় জানালেন রাজ্যবাসী

নগরের সমস্ত ঘাটের সুরক্ষা ব্যবস্থা জোরদার।পাণ্ডু ঘাটে লোকের ভীড়

গুয়াহাটিঃ বিজয়া দশমীতে ।বিষাদ মনে মা দুর্গাকে বিদায় জানালেন নগরবাসী।নগরের সব ঘাটগুলিতে ছিলো প্রচুর ভীড়।পাণ্ডু ঘাটেও দুপুর থেকে শুরু হয়েছে দেবী বিসর্জন।রাত রাত পর্যন্ত চলবে বিসর্জনের পালা।পাণ্ডু ঘাট বিসর্জন সমিতির সদস্যদের কথায় রাত এগারোটা পর্যন্ত প্রতিমার বিসর্জন করা হবে।উল্লেখনীযে নগরের সমস্ত যেমন কাচুমারী ঘাট,রাজাদুয়ার ঘাটের সাথে সমস্ত ঘাট গুলিতেই সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।পাণ্ডু ঘাটেও সুরক্ষা ব্যাবস্থ্যা জোরদার করা হয়েছে।এনডিআরএফ,এসডিআরএফ,জালুকবাড়ি পুলিশ,সিআরপিএফ,নদী পুলিশ  সবাইকে তৈরি রাখা হয়েছে।সাথে রয়েছে পাণ্ডু ঘাট বিসর্জন সমিতি।এই সমিতির সবাই সমস্ত বিষয়ে নজর রেখে চলেছে।দুপুর থেকে চলেছে দেবী বিসর্জনের পালা।সন্ধ্যের সময় জেলা। শাসক বীরেন্দ্র মিত্তল পাণ্ডু ঘাট পরিদর্শন করার জন্য উপস্থিত হন।সাথে ছিলেন সার্কেল অফিসার পুলক মহন্ত।এর সাথে অনেক উচ্চ আধিকারিকরাও  উপস্থিত ছিলেন।পাণ্ডু ঘটে বিসর্জন।দেখতে লোকের ভীড় ছিলো দেখার মতো।

No comments

Powered by Blogger.