Header Ads

আন্দামান-নিকোবরে বাঙালি খেদাও ডাক! প্রতিবাদে পোর্টব্লেয়ারে বাঙালিদের মহামিছিল


নয়া ঠাহর প্ৰতিবেদন, পোর্টব্লেয়ার : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্টব্লেয়ারে বাঙালিদের তাড়াতে অ-বাঙালিরা বাঙালি খেদাও ডাক দিয়েছিল। তার প্রতিবাদে রবিবার ‘বাঙালি জয়েন্ট অ্যাকশন কমিটি’র উদ্যোগে এক মহা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলের স্লোগান ছিল ‘আমরা ভারতের জাতি তাই ভারতের সব জায়গায় বাঙালি আমরা থাকব, আর এই জাতীর ওপর কোনও অন্যায় চলবে না, এই বাঙালিকে সব রকম অধিকার সকলের যেমন আছে তেমন বাঙালিদের সেই অধিকার দিতে হবে, বাঙালিকে নিয়ে যে নকশা তামিল, তেলেগু ভাষাভাষীর লোকেরা করেছে তা বাঙালিরা মেনে নেবে না। অ-বাঙালিদের কৌশল বাঙালি হঠিয়ে তারা তাদের মতো দেশ গড়তে চায়, তার প্রতিবাদ জানাল এই বাঙালি জাতি।’ জুঙ্গালীঘাট থেকে মিছিল দুপুর ২টো নাগাদ শুরু হয়। সেখান থেকে পোর্টব্লেয়ারের তিরঙ্গা পার্ক পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানেই সমাবেশ হয় সন্ধ্যে ৬টা পর্যন্ত।অসমে বাঙালি বিতাড়নের মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে, অসম চুক্তিতেই।  তাই আমরা বাঙালি সংগঠন, অসম চুক্তির সংশোধন চায়। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে,  আগামী এক মাস ব্যাপী গোটা অসমে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.