Header Ads

পুজোর কদিন আইনশৃঙ্খলা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত মহানগর প্ৰশাসনের

গুয়াহাটিঃ দুৰ্গা পুজোকে কেন্দ্ৰ করে বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত নিয়েছে মহানগর প্ৰশাসন। শুক্ৰবার  সাৰ্কিট হাউসে আয়োজিত এক গুরুত্বপূৰ্ণ বৈঠকে পুজোর কটাদিন মহানগরে আইন শৃঙ্খলা বজায় রাখতে  পুজো মণ্ডপগুলিতে সিসিটিভি সংস্থাপন বাধ্যতামূলক করা, মণ্ডপে কোনও ভিআইপি এবং ভিভিআইপির গাড়ি ঢুকতে দেওয়া হবে না, পায়ে হেটে পুজো দেখতে হবে, এমনই বেশ কিছু নিৰ্দেশ দিয়েছেন রাজ্যের আইন ও শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য। তিনি আরও জানান- এবছর মহানগরে প্ৰায় পাঁচ শতাধিক দুৰ্গাপুজো হচ্ছে। কোন ক্লাবের পুজো কোন ঘাটে বিসৰ্জন দেওয়া হবে তা পুজো উদ্যোক্তাদের মহানগর প্ৰশাসনকে আগে থেকেই জানাতে হবে । আবৰ্জনা নিষ্কাষণের জন্য তৈরি থাকবে পুর নিগম কৰ্মীরা। তার জন্য পুজো কমিটিগুলিকে পুর কৰ্মীদের নিৰ্ধারিত অৰ্থ দিতে হবে। মেয়েদের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থার নিৰ্দেশ দিয়েছেন মন্ত্ৰী ভট্টাচাৰ্য। দুৰ্গোৎসবের সময় লোডশেডিং করা যাবে না এপিডিসিএল-কে এই নিৰ্দেশ দিয়েছেন তিনি। কালী পুজো পৰ্যন্ত গুয়াহাটির ওয়াকিং জোন বন্ধ রাখার নিৰ্দেশ দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে মহানগর পুলিসের শীৰ্ষ অফিসাররা উপস্থিত ছিলেন।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.