অপহরণকারীদের কবল থেকে পালালেন পাদ্রি
ননীগোপাল ঘোষ, শিলং- বুধবার ভোররাতে সাউথ গারো পাহাড় জেলার কাখিজাতে নিজের বাড়ি থেকে অপহৃত হয়েছিলেন একটি গীর্জার সহকারী পাদ্রি ও শিক্ষক সানডেবার্থ সি মারাক।তবে বুধবার বিকেলেই তিনি অপহরণকারীদের কবল থেকে বুদ্ধিমত্তার জেরে পলায়ন করেন। জেলা পুলিশ প্রধান আব্রাহাম টি সাংমা জানিয়েছেন পুলিস প্ৰশাসন অপহরণকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।








কোন মন্তব্য নেই