Header Ads

সৰ্বোচ্চ আদালতে এনআরসি সংক্ৰান্ত শুনানি


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ সুপ্ৰিম কোৰ্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রহিন্টন নরিমেনের গঠিত দুই সদস্যের বেঞ্চে মঙ্গলবার বহু প্ৰতিক্ষিত এনআরসি নিয়ে শুনানি হয়। জাতীয় নাগরিকপঞ্জির সমন্বয়ক প্ৰতীক হাজেলা এদিন সৰ্বোচ্চ আদালতে নাগরিকত্ব বিচারে পাঁচটি নথিকে অন্তৰ্ভূক্ত না করার পক্ষে রিপোৰ্ট পেশ করেছেন। সৰ্বোচ্চ আদালত আগামী ৩০ অক্টোবরের আগে আগে কেন্দ্ৰ তথা রাজ্য সরকারকে এনিয়ে নিজেদের স্থিতিকে স্পষ্ট করতে বলেছে। এদিন কেন্দ্ৰীয় সরকারের অ্যাটৰ্নি জেনারেল, রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী, আমসু এবং মৌলানা সৈয়দ আৰ্শ্বাদ মাদানী নেতৃত্বাধীন জমিয়তের অসম রাজ্য সমিতির হয়ে প্ৰবীণ বিচারপতি কপিল সিব্বাল, সলমান খুরশিদ, ইন্দিরা জেইসিং বাতিল রাখা ৫টি লিগেসি নথি কেন গ্ৰহণযোগ্য করতে হবে তা নিয়ে যুক্তি দিতে গেলে মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রহিন্টন ফলি নরিমনের দ্বারা গঠিত বেঞ্চ আগামী ১ নভেম্বর এনিয়ে পরবৰ্তী শুনানি হবে বলে নিৰ্দেশ দিয়েছে। এখন পৰ্যন্ত ফের ২০ লক্ষ আবেদন জমা পরেছে এনআরসি-র অফিসগুলিতে। বৰ্তমানে ১০ টি নথির ভিত্তিতেই আবেদন নেওয়া হচ্ছে। বাকি পাঁচটি নথি ভবিষ্যতে গ্ৰহণযোগ্য হবে কিনা তা ১ নভেম্বরে শুনানির পরই ঠিক করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.