Header Ads

বাংলাদেশ হিন্দু মন্দিরের দুর্গা পুজো



নিউইয়র্কের কুইন্স থেকে আশীষ কুমার দে
১৯৯৮ সালে নিউইয়র্ক, এমহার্স্ট, কুইন্স-এ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের উদ্যোগে নয় হাজার বর্গফুট এলাকায় প্রতিষ্ঠিত হয় এই মন্দির। এই তিনটি রাজ্য হল নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাট। মহালয়ার তিল তর্পণ দিয়ে শুরু হয় দুর্গা পুজো। দশমী হয় ১৮ই অক্টোবর। মহালয়ায় প্রভাতী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন স্থানীয় শিল্পীরা। এই মন্দির প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা ও বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ভক্তদের সুবিধার্থে। বাংলাদেশের হিন্দু ছাড়াও প্রচুর বাঙালি এই পুজোর সঙ্গে জড়িত। এদের নিজস্ব মন্দির, সেন্ট্রাল হিটিং/ বাতানুকূলিত প্রেক্ষাগৃহ, আধুনিক রান্নাঘর, প্রশস্ত খাওয়ার ঘর আছে। এটি পরিচালিত হয় ট্রাস্টের সদস্যদের দ্বারা। এই মন্দিরে লক্ষ্মী, কালী, কার্তিক, গনেশ, সরস্বতী, জন্মাষ্টমী সহ বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে। এছাড়া এই মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় বিয়ে, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানও । পাঁচদিনের এই জমজমাট উৎসবে ভোগ প্রসাদ বিতরণ করা হয় প্রতিদিন। ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরনিকা প্রকাশ, ধুনুচি নাচ, শঙ্খ ধ্বনি ও ঢাক বাজানোর প্রতিযোগীতা। শিশুদের জন্যেও ছিল প্রতিভা বিকাশের বিভিন্ন অনুষ্ঠান ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.