Header Ads

প্ৰধানমন্ত্ৰীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্ৰামী সৰ্দার বল্লভ ভাই প্যাটেলকে স্মরণ

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি তাঁর রেডিও শো ‘ মন কি বাত’-এর ৪৯ তম পৰ্বে স্বাধীনতা সংগ্ৰামী সৰ্দার বল্লভ ভাই প্যাটেলের গুণগান করেন। এই স্বাধীনতা সংগ্ৰামী ১০৪তম জন্মদিবস উপলক্ষে ‘রান ফর ইউনিটি’- শীৰ্ষক ম্যারাথন দৌড়ের আয়োজনের কথা বলেন তিনি। পাশাপাশি এই ম্যারাথন দৌড়ে দেশের সমস্ত ক্ৰীড়াবিদদের যোগ দিতে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করেন মোদি। তিনি বলেন, যত সম্ভব বেশি সংখ্যক মানুষকে এই ম্যারাথনে যোগ দিতে হবে। যার মাধ্যমে প্যাটেলকে শ্ৰদ্ধা জ্ঞাপন করা হবে। গুজরাতে তৈরি হচ্ছে সর্দার পটেলের ১৮২ মিটার উঁচু বিশ্বের উচ্চতম মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’। ৩১ অক্টোবর জাতির উদ্দেশে সেই মূর্তি উৎসর্গ করবেন মোদি। তবে ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধিরও মৃত্যুদিন। প্রয়াত প্রধানমন্ত্রীকেও এ দিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে শ্রদ্ধা জানান মোদি। প্ৰধানমন্ত্ৰী মোদি এদিন আরও বলেন, যুদ্ধে সাধারণত মানুষ ও সেনার মৃত্যু আমাদের বুঝিয়ে দেয় যে শান্তি কতটা জরুরি। তাই যুদ্ধ নয় ,দেশকে শান্তির পথেই পরিচালনা করতে হবে। এদিন রেডিওর অনুষ্ঠানে তিনি খেলাধুলা প্ৰসঙ্গে বলেন, যে সমস্ত খেলাগুলো সেভাবে প্ৰচারে আসে না তারাই এখন খেলার জগতে রাজ করছে। উদাহরণ স্বরূপ প্যারা অ্যাথলিট নারায়ণ ঠাকুরের নাম করে এশিয়ান গেমস-এ অংশগ্ৰহণকারী ক্ৰীড়াবিদদের বাহবা দিয়েছেন মোদি। জাকাৰ্তায় এশিয়ান গেমসে অংশগ্ৰহণকারী প্যারা অ্যাথলিটদের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছা বাৰ্তা জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.