Header Ads

খুব শীঘ্ৰই ভারত এবং বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে যাত্ৰীবাহী জাহাজ চলাচল পরিষেবা


 প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ জল পরিবহণকে সম্বৃদ্ধ করতে খুব শীঘ্ৰই ভারত এবং বাংলাদেশের মধ্যে চালু হতে চলেছে যাত্ৰীবাহী জাহাজ চলাচল পরিষেবা। এই জলযানগুলি সমুদ্ৰ উপকূলীয় জলপথ পশ্চিমবঙ্গের শহর কলকাতা থেকে শুরু করে সুন্দরবনের রুট ধরে দুই দেশের পরিবহণ দফতরের সরকারী রীতিনীতি মেনে ঢাকা যাবে। তারপর ফেরার পথে অসমের ধুবড়ি হয়ে গুয়াহাটি প্ৰবেশ করবে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দুই দেশের বিভাগীয় কৰ্মকৰ্তাদের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ মন্ত্ৰণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, প্ৰোটকলের ব্যবস্থা এবং অভ্যন্তরীণ নৌ পরিবহণ উন্নয়নে একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে। দুই দেশের মধ্যে প্ৰোটকল অন ইনল্যান্ড ওয়াটার ট্ৰানজিট অ্যান্ড ট্ৰেড (পিআইডব্লিউটিটি) প্ৰটোকলের অধীনে ১৯তম স্থায়ী কমিটির বৈঠকে অভ্যন্তরীণ নৌ পরিবহণের উন্নতি সংক্ৰান্ত বিভিন্ন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে প্ৰস্তাবিত নতুন এই জল পরিবহণ ব্যবস্থায় নিৰ্মাণ সংক্ৰান্ত বিভিন্ন সামগ্ৰী ইনল্যান্ড ওয়াটার ট্ৰান্সপোৰ্টের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে নেওয়া হবে। ভবিষ্যতে এই আন্তৰ্জাতিক পৰ্যায়ের এই যাতায়াত ব্যবস্থা কলকাতা থেকে শুরু করে অসমের শিলচর পৰ্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.