Header Ads

হাফলং শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে চলছে অবৈধ মদের ঠেক গুলিতে পুলিশের অভিযান


বিপ্লব দেবঃ হাফলং
পূজো মানেই আনন্দ উল্লাস। তাই পূজোর দিন গুলি যাতে ভালোভাবে পার হয় সে লক্ষ্যে জেলাপ্রশাসন ও পুলিশ জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলেছে। হাফলং শহরে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। হাফলং শহরে বাইক রাইডার্সদের দাপটে রাস্তায় চলাচল অসম্ভব হয়ে পড়েছে। তাই এবার ট্রাফিক পুলিশ এই বাইক রাইডার্সদের সায়েস্তা করতে মাঠে নেমেছে। ট্রাফিক ইন্সপেক্টর দীপেন বরুয়ার নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে চলছে অভিযান মটর সাইকেল আরোহীদের গাড়ীর কাগজ থেকে শুরু করে বৈধ লাইসেন্স রয়েছে কিনা নাকা চেকিং বসিয়ে তা দেখা হচ্ছে। যাদের বৈধ কাগজ বা লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ তাছাড়া হেলমেট বিহীন চালকদের কাটা হচ্ছে ফাইন। গত কয়েকদিন থেকে হাফলং শহরে ট্রাফিক পুলিশ এভাবে তৎপর হয়ে ওঠায় বাইক রাইডার্সদের দাপট কিছুটা কমেছে। ট্রাফিক ইন্সপেক্টর দীপেন বরুয়া জানিয়েছেন পূজোয় যাতে পূজো দর্শনার্থীদের চালাফেরা করতে গিয়ে কোন সমস্যায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশ পদক্ষেপ গ্রহন করেছে। এখন প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের এই অভিযান চলবে। এদিকে পূজোকে সামনে রেখে আবগারি বিভাগ ও পুলিশ বিভিন্ন অবৈধ মদের ঠেকে অভিযান চালিয়ে এসব গুড়িয়ে দিচ্ছে। হাফলং বাজারে প্রকাশ্যে বিক্রি করা দেশী মদ বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছে আবগারি বিভাগ। প্রতিদিন আবগারি বিভাগ এই অভিযান চালাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.