Header Ads

শিক্ষা ক্ষেত্ৰে ক্ৰীড়া সমেত উন্নয়নে আগ্ৰহী নিতা আম্বানি



ছবিঃ সৌজন্যে শিলং টাইম্‌স
নয়া ঠাহর, শিলং- স্কুল পৰ্যায় থেকেই পড়াশুনার পাশাপাশি ছাত্ৰছাত্ৰীদের মধ্যে খেলাধুলোর প্ৰতি আগ্ৰহকে বাড়াতে সচেষ্ট রিলায়েন্স ফাউন্ডেশনের প্ৰতিষ্ঠাতা তথা চেয়ারপাৰ্সন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি)র সদস্যা নিতা আম্বানি। মহানগরের নেহরু স্টেডিয়ামে এক ক্ৰীড়ানুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘ক্ৰীড়াক্ষেত্ৰে যুবপ্ৰজন্মকে সুযোগ করে দেওয়াই হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। দেশের যুব প্ৰজন্ম যাতে এই মঞ্চের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরতে পারে তার জন্যই আমাদের এই প্ৰচেষ্টা।’ সোমবার শিলঙে ফাউন্ডেশনের একটি ক্ৰীড়ানুষ্ঠানে যোগ দেন আম্বানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা এবং নৰ্থ ইস্ট ইউনাইটেড এফসি-র মালিক তথা বলিউড অভিনেতা জন আব্ৰাহাম। তিনি মেঘালয়ে একটি ফুটবল অ্যাকাডেমী খুলতে চাইছেন। সাংবাদিকদের আব্ৰাহাম জানান, ২০২২ সালে শিলঙে অনুষ্ঠেয় ন্যাশনাল গেমস-এর আগে ক্ৰীড়াক্ষেত্ৰে যথাসাধ্য সাহায্যের আশ্বাস দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.