Header Ads

সোণালী ফসলের মরসুমে হাতি-গণ্ডারের উপদ্ৰব বৃদ্ধি


গুয়াহাটিঃ অসমে মাঠে মাঠে সোণালী ফসল খেতে বুনো হাতিদের তাণ্ডবে অতিষ্ঠ রাজ্যবাসী। বরাক উপত্যকাসহ নামেরি, উদালগুড়ি, সামাগুড়ি প্ৰভৃতি অঞ্চলে হাতিদের তাণ্ডব অব্যাহত। অপরদিকে বিহপুরিয়া অঞ্চলে দুটি গণ্ডার কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যান থেকে পালিয়ে এসে বিহপুরিয়ার বিভিন্ন অঞ্চলে প্ৰকাশ্যে ঘোরা-ঘুরি করে গ্ৰামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। গণ্ডারের আক্ৰমণে একজন আহত হয়েছে। নামেরি বনাঞ্চল থেকে বেরিয়ে আসা একঝাঁক হাতিকে তাড়ানোর জন্য বনকৰ্মীরা শূণ্য গুলি ছুড়ে কিন্তু ব্যৰ্থ হয়। ওদালগুড়ির ভুটিয়া চাং চা বাগানে হাতিরা ঘাঁটি তৈরি করেছে। বন বিভাগের হাতে বুনো হাতি বিতাড়নের কোনও ব্যবস্থা নেই। রাজ্য জুড়ে বন কেটে বসতি স্থাপনের ধূম পড়ে গেছে। তাই খাদ্যর সন্ধানে বুনো হাতিরা বনাঞ্চল ছেড়ে জন অঞ্চলে হানা দিচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.