Header Ads

নাহরকটিয়ার নাহরজান এলাকায় বুনো হাতির মৃত্যু

ছবি সৌঃনিউজ ১৮ অসম নৰ্থইস্ট
নয়া ঠাহর প্ৰতিবেদন, নাহরকটিয়াঃ খাদ্যের সন্ধানে বেরিয়ে এসে মৃত্যু হল একটি বুনো হাতির। নাহরকটিয়ার জয়পুর এলাকার ঘটনা। জয়পুরের নাহরজান এলাকায় হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। কিভাবে মৃত্যু হল হাতিটির তা এখনও জানা যায়নি।

No comments

Powered by Blogger.