Header Ads

ব্রহ্মপুত্রের বুকে নৌকা খেলা প্রতিযোগিতা

 
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ লক্ষী পুজো উপলক্ষে ব্ৰহ্মপুত্ৰের বুকে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্ৰতিযোগিতা। রাজধানী শহর গুয়াহাটির পশ্চিম ধারাপুরের ধোপর তলাতে পরম্পরাগতভাবে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব বোধ রক্ষার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই নৌকা খেলা প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবছরও তার ব্যতিক্ৰম হয়নি।  স্থানীয় নৌকা বাইচ সমিতির আয়োজিত নদের বিশাল বুকে অনুষ্ঠিত এই খেলা দেখতে প্ৰতিবছরই অসংখ্য লোকের ভিড় হয়। খেলাতে প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে দর্শকের নিরাপত্তার জন্য মহানগর পুলিস, এসডিআরএফ বাহিনী, জেলা প্রশাসন কড়া নজরদারি রাখে। প্রতিযোগিতায় কামরূপ গ্রাম্য জেলার প্রায় দশটি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনামুলক এই খেলা উপভোগ করতে প্ৰত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে অগণিত মানুষ এসে ব্রহ্মপুত্রের পারে ভিড় করে। গত ৩৫ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। বিজয়ী দলকে নগদ টাকা ও শিল্ড দিয়ে ভবিষ্যতে আরও ভাল পারফরমেন্স করতে উৎসাহিত করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.