Header Ads

ডিসম্বরে উত্তর পূর্বানঞ্চলীয় মঞ্চুরীয় কুংফু প্রতিযোগিতা


পলি প্রীতম, লামডিং
পূজোর পরেই শুরু হতে চলেছে প্রতিক্ষিত উত্তর পূর্বাঞ্চলীয় মঞ্চুরীয় কুংফু প্রতিযোগিতা, তারই রনদুন্দুভি বাজল সম্প্রতি। প্রাথমিক পর্যায়ে প্রস্তুতির হিসাবে জয়শ্রী আচার্যের সভাপতিত্বে গত ৯ ই সেপ্টেম্বর লামডিং আজাদ হিন্দ পাবলিক লাইব্রেরীতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতির জন্যে বিস্তৃত আলোচনা করা হয়। এই প্রতিযোগীতা ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এই সভার উদ্দেশ্য ব্যখ্যা করে মাষ্টার বিপ্লব আচার্য বলেন প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চল  সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে থাকেন। তাই লামডিং এর সন্মান অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান করেন লামডিং বাসীকে। ছেলে মেয়েদের শারিরীক ও মানসিক বিকাশে এই ধরনের মার্শাল আর্টের প্রতিযোগিতার উপর বক্তব্য রাখেন উপস্থিত অতিথি সমেত অভিভাবকরাও। এই সভায় উত্তর পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতা ও প্রদর্শনী সফল করার জন্য এক শক্তিশালী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি বিধায়ক শিবু মিশ্র, উপ-সভাপতি জয়শ্রী আচার্য, সম্পাদক বিপ্লব আচার্য ছাড়াও স্কুলের অন্যান্য প্রশিক্ষক এবং অভিভাবকরা সদস্য হিসেবে রয়েছেন। কমিটির উপদেষ্টা হিসাবে রয়েছেন শেখর চক্রবর্তী, ডঃ রবিশ্বর ঘোষ, দেবু গুপ্তা, পলাশ বরুয়া,  অনিমেশ মজুমদার, ধিরাজ দে, রাজা গোপাল ধর প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.