Header Ads

মডেল ইউনাইটেড ন্যাশনস্ প্রতিযোগিতায় সাফল্য গুয়াহাটির ছাত্রী সৃষ্টি দের

ফটোঃ কেআইআইটি আই এমইউএন ইন্টারন্যাশনাল প্রেস ফটোগ্রাফি

গুয়াহাটিঃওড়িশার ভুবনেশ্বরের কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে গত ২৮ সেপ্টেম্বর থেকে তিনদিনের কর্মসূচিতে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড ন্যাশনস্ (আইএমইউএন) অনুষ্ঠানে 'ওনারারি মেনশন' লাভ করেছে গুয়াহাটির সংস্কৃতি দ্য গুরুকুল স্কুলের ছাত্রী সৃষ্টি দে। প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী অসম তথা উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে একমাত্র সৃষ্টিই এই সম্মান লাভ করেছে। উল্লেখ্য, দেশ-বিদেশের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাষ্ট্রসংঘের কার্যপ্রণালীর আদলে বিভিন্ন কমিটিতে শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করে থাকেন। এক একটি নির্ধারিত বিষয় নিয়ে কমিটিগুলিতে বিতর্ক, প্রস্তাব গ্রহণ ইত্যাদি হয়ে থাকে। ঠিক যেমনটা রাষ্ট্রসংঘের মঞ্চে হয়। এখানে শিক্ষার্থীরা এক একটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভুবনেশ্বরের এই প্রতিযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গুয়াহাটির 'সংস্কৃতি দ্য গুরুকুল' স্কুলের একাংশ শিক্ষার্থীও এতে অংশ নেয়।স্কুলটির দ্বাদশ শ্রেণির ছাত্রী সৃষ্টি দে এই প্রতিযোগিতায় 'অনারারি মেনশন' লাভ করায় বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে 'স্পেশাল পলিটিক্যাল অ্যাণ্ড ডিকোলোনাইজেশন' কমিটিতে ইজরাইল দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে সৃষ্টি আন্তর্জাতিক শরনার্থী বিষয়ক আলোচনায় জোরালো যুক্তি প্রদর্শন করে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। প্রণিধানযোগ্য যে রাজ্যের বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এমইউএন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সৃষ্টি ইতোমধ্যে যথেষ্ঠ অভিজ্ঞতা সঞ্চয় করেছে। গুয়াহাটির কাহিলিপাড়ার জতিয়া নিবাসী সাংবাদিক মানিক দে ও এএনএম সুপ্রিয়া শুক্লবৈদ্যের একমাত্র কন্যা সৃষ্টির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানিয়েছেন 'নয়া ঠাহর' এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.