Header Ads

বিধান সভার শরৎকালীন অধিবেশন শুরু


এন আর সি এবং পেট্ৰোপণ্যে সামগ্ৰীর মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় হুলুস্থুল, ১০ মিনিট মুলতুবি

অমল গুপ্ত
গুয়াহাটিঃ শরৎকালীন অধিবেশনের প্ৰথম দিন এন আর সি উদ্ভূত পরিস্থিতি, পেট্ৰোপণ্যের মূল্যবৃদ্ধিকে কেন্দ্ৰ করে সদনে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ গোস্বামীকে ১০ মিনিটের জন্য সভা স্থগিত রাখতে বাধ্য হন। বিধানসভা শুরুতেই প্ৰেশ্নাত্তর পর্ব্বে এআইইউডিএফ-এর আমিনুল ইসলাম অভিযোগ করেন বিদেশী ট্ৰাইব্যুনালে মামলা এবং ‘ডি' ভোটারের নামে রাজ্যে সংখ্যালঘুু মানুষদের হয়রানি করা হচ্ছে। সীমান্ত পুলিশ একজন মানুষকে তিনবার বিদেশী নোটিশ পাঠাচ্ছে। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের পক্ষে সংসদীয় পরিক্ৰমামন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি আশ্বাস দেন, এন আর সি নামে কোনও ভারতীয় নাগরিককে হেনস্থা করা হবে না। এন আর সি খসড়ায় নাম থাকলেও কাউকে হেনস্থা করা হবেনা। আইনগত কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সরকার রাজ্যের সব জেলা পুলিশ এবং বিদেশী ট্ৰাইব্যুনালকে এই নিৰ্দেশ দিয়েছেন। চূড়ান্ত তালিকা প্ৰকাশ না হওয়া পৰ্যন্ত ভারতীয় নাগরিকদের সব অধিকার অক্ষুন্ন থাকবে। কংগ্ৰেস বিধায়ক আব্দুল খালেক, বিরোধী দলপতি দেবব্ৰত শইকীয়া প্ৰমুখ বিভিন্ন তথ্য তুলে ধরে এন আর সিপ্ৰধান প্ৰতীক হাজেলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তার অপসরণ দাবি করে প্ৰস্তাব নেওয়ার দাবি জানান। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্ৰাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল সরকারকে রাজধৰ্ম পালনের আহবান জানিয়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সরকার প্ৰতীক হাজেলাকে সরিয়ে দিয়ে রাজধৰ্ম পালন করুক। প্ৰতীক হাজেলা ৫টি গুরুত্বপূৰ্ণ নথি বাদ দিয়ে বাঙালিদের বিপদে ফেলে দিয়েছেন। তার প্ৰরোচনামূলক সিদ্ধান্তের ফলে অনেকে আত্মঘাতী হয়েছেন। পরিস্থিতি ভয়াবহ, প্ৰরোচনামূলক সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহণ করা উচিত। প্ৰরোচনামূলক বক্তব্যের জন্য সুবোধ বিশ্বাসকে দীৰ্ঘদিন জেলে আটকে রাখা হয়। প্ৰতীক হাজেলার বিরুদ্ধেও ব্যবস্থা গ্ৰহণের দাবি জানান তিনি। বিধানসভায় প্ৰশ্নোত্তর পর্ব্বে কংগ্ৰেসের নজরুল হকের এক প্ৰেশ্নর জবাবে চন্দ্ৰমোহন পাটোয়ারি জানান, ২০১৮ সালের ৩১ আগষ্ট পৰ্যন্ত বিদেশী ট্ৰাইব্যুনালে বিদেশী ঘোষণা করা ৪ জনকে দেশ থেকে বহিস্কার করা হয়েছে, ১২৮ জনকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করে মেয়াদ উত্তীৰ্ণের পর দেশ থেকে বিতাড়ণ করা হয়েছে। পাটোয়ারি জানান, রাজ্যের ৬ টি ডিটেনশন ক্যাম্পে ১০৩৭ জনকে বন্দী করে রাখা হয়েছে। বিধানসভায় বিরোধিরা হাতে হাতে প্লে কাৰ্ড নিয়ে মূল্যবৃদ্ধির প্ৰতিবাদ করেন। বিধানসভায় কংগ্ৰেসের বিরোধী দলপতি দেবব্ৰত শইকীয়া এবং এআইইউডিএফ-র পরিষদীয় নেতা হাফিজ বসির কাসিমী পৃথক পৃথক ভাবে মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে সভার দৈনন্দিন কাজ-কৰ্ম স্থগিত রেখে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্ৰস্তাব উত্থাপন করার দাবি জানান। দেবব্ৰত শইকীয়ার পক্ষে অজন্তা নেওগ এবং হাফিজ বসির কাসিমী রাজ্যে ডিজেল-পেট্ৰোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অন্যান্য সামগ্ৰীর মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্ৰকাশ করে। তারা জানান, আগামী ৩ অক্টোবর থেকে যান-বাহনের ভাড়া বাড়বে। বিধানসভায় অভিনন্দন সূচক প্ৰস্তাব গ্ৰহণ করে হিমা দাস, রীমা দাস, হৃদয় হাজরিকা এবং আদিল হুসেনকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। বিধানসভায় জানানো হয় গত অম্বুবাচী মেলায় ব্যয় হয়েছে ৫ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অসমের ব্ৰাণ্ড এ্যাম্বাসাডর প্ৰিয়ংকা চোপ্ৰার সঙ্গে অসম সরকারের কত টাকা চুক্তি হয়েছিল তা প্ৰকাশ্যে আনার দাবি জানান, কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধানসভায় চন্দ্ৰ মোহন পাটোয়ারি জানান, ২০১৬ সালে ১,০৭,০২২ টা এবং ১,১১,১১৮ টা অপরাধ জনিত ঘটনা সংঘটিত হয়েছে।
বিধানসভার প্ৰবেশ দ্বারে বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব এক প্লে কাৰ্ডে ‘মাই লৰ্ড ডু নট ডিসক্ৰিমিনেট ইয়োর ওন চিলড্ৰেন' কথাটি লিখে মুখ্যমন্ত্ৰী থেকে শুরু করে সব মন্ত্ৰী বিধায়কের প্ৰতি দৃষ্টি আকৰ্ষণের চেষ্টা করেন। এন আর সি উদ্ভূত পরিস্থিতি সম্পৰ্কে উদ্বেগ প্ৰকাশ করে শিলাদিত্য দেব এই প্লে কাৰ্ড হাতে নিয়ে সবার দৃষ্টি আকৰ্ষণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.