Header Ads

রীট আবেদনের প্ৰেক্ষিতে সুপ্ৰীমকোৰ্ট কারণ দৰ্শানোর নোটিশ দিল কেন্দ্ৰ-রাজ্য সরকারকে

গুয়াহাটিঃ অসমের ৩ কোটি ২৯ লক্ষ মানুষের মধ্যে জাতীয় নাগরিকপঞ্জীতে ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম অন্তৰ্ভুক্ত হয়েছে। ১৫টি নথির ওপর ভিত্তি করে লিগেসি ডাটা এবং অন্যান্য নথিপত্ৰ দাখিল করে এন আর সিতে নাম অন্তৰ্ভুক্ত হয়। ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ জন মানুষের নাম বাদ যায়। কেন্দ্ৰীয় সরকারের অনুমোদন জানানো ১৯৫১ সালের এন আর সি, ১৯৭১ সালের ২৫ মাৰ্চ-র আগে পৰ্যন্ত ভোটার তালিকা, শরণাৰ্থী পঞ্জীয়ন সাৰ্টিফিকেট, নাগরিকত্ব এবং রেশন কাৰ্ড এই প্তটি বৈধ নথিকে স্থগিত বা ‘হোল্ড' করে রেখে আগামী ২৫ সেপ্তেম্বর থেকে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা নিৰ্ধারণ করে দিয়েছেন সুপ্ৰীমকোৰ্ট। তা যদি বাস্তাবায়িত হয় তবে ৪০ লক্ষ থেকেও আরও বহু মানুষের নাম বাদ পড়বে। প্ৰকৃতাৰ্থে রাজ্যের সংখ্যালঘু মানুষগুলি তার বলি হবে। আজ বিরোধী দলপতি দেবব্ৰত শইকীয়া একই অভিযোগ করে বলেন, গতকাল রাজ্যের আদি বাসিন্দা ও ভারতীয় সেনা বীর বাহাদুর থাপা এবং অন্যান্য ৭জনের এন আর সির ‘ষ্ট্যাণ্ডাৰ্ড অপারেটিং প্ৰসিডিওর' সম্পৰ্কে দাখিল করা রীট আবেদনের প্ৰেক্ষিতে সুপ্ৰীমকোৰ্ট তা শুনানির জন্য গ্ৰহণ করে কেন্দ্ৰ এবং রাজ্য সরকারকে কারণ দৰ্শানোর নোটিশ দিয়েছেন। আবেদনকারীরা দাবি করেছে, দুৰ্বল নথির অজুহাতে তাদের নাম ৩০ জুলাইয়ে প্ৰকাশিত খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্যে আছেন, মরিগাঁওয়ের বীর বাহাদুর থাপা, বকোর আজমল হক এই দুইজনই ভারতীয় সেনা বাহিনীর অবসর প্ৰাপ্ত কৰ্মী। গোলাঘাটের মঃ হারুণ আলী একজন পালিত পুত্ৰ, তাদের হাতে জন্ম সূত্ৰের কোনও নথিপত্ৰ নেই। নাজিরার হরিপদ বিশ্বাস ১৯৫৬ সালের আগে আগরতলায় দেওয়া সরকারী নথিপত্ৰ দাখিল করেছিলেন। ছয়গাঁওয়ের চান মিয়াকে বিদেশী ট্ৰাইবুন্যাল  দু'দুবার ভারতীয় নাগরিক হিসাবে ঘোষণা করে। গুয়াহাটির সুশীল কুমার পালের নাম বাদ পড়ার অন্যতম কারণ লিগেসি ডাটায় বাবার নাম কুমুদ পালের জায়গায় ভুল করে উল্লেখ করা হয়েছে বুরমুদ পাল। ছায়গাঁওয়ের সৈয়দ আলীর তিন নাবালক শিশুর নামও এন আর তালিকায় বিবেচনাধীন বা ‘হোল্ড' করে রাখা হয়েছে। অজুহাত দেখানো হয়েছে বাবা-মায়ের বিরুদ্ধে বিদেশী ট্ৰাইবুন্যালে মামলা চলছে। অথচ এই পৰ্যন্ত কেউই বিদেশী ট্ৰাইবুন্যাল থেকে কোনও নোটিশই পাননি। ছয়গাঁওয়ের ১৯ বছরের সামিরণ নেসা বৰ্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰী, ‘ঘোষিত বিদেশী' হিসাবে চিহিত করে তার নাম এন আর সি খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সব তথ্য জানিয়ে বিরোধী দলপতি দেবব্ৰত আজ বলেন, সুপ্ৰীমকোৰ্ট রীট আবেদন গ্ৰহণ করে কেন্দ্ৰ এবং রাজ্য সরকারকে কারণ দৰ্শানোর নোটিশ পাঠানোয় প্ৰমাণিত হয়েছে খসড়া তালিকায় বৈধ ভারতীয় নাগরিকের নামও বাদ পড়েছে। রীট আবেদন গৃহীত হওয়ার ফলে আবেদনকারীদের মধ্যে আশা সঞ্চার হয়েছে। এই পথে লক্ষ লক্ষ বঞ্চিত ভারতীয় নাগরিকদের নাম এন আর সিতে অন্তৰ্ভুক্ত হওয়ার সম্ভাবনার পথ প্ৰশস্ত হলো বলে কংগ্ৰেস পরিষদীয় দলের নেতা দেবব্ৰত শইকীয়া মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.