Header Ads

গান, আলোচনা এবং আড্ডার মধ্য দিয়ে সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি এবং শিল্পী সলিল চৌধুরীকে স্মরণ


লামডিং- বাংলা সাহিত্য ও সংস্কৃতি মঞ্চ লামডিং-এ সাহিত্যিক সৈয়দ মুজতবা আলি এবং সংগীতকার, সুরকার সলিল চৌধুরীর স্মরণে দিন কয়েক আগে মনোজ্ঞ এক আসরের আয়োজন করে। লামডিংএর শান্তিপাড়ায় নিখিল ভট্টাচাৰ্যের পৌরহিত্যে অনুষ্ঠিত এই আসরে সমবেত কন্ঠে সলিল চৌধুরীর ‘হেই সামালো’ গণসংগীত পরিবেশন করেন মন্টুলাল আচাৰ্যের পরিচালনায় অনিমেষ মজুমদার, রুমা চৌধুরী, অঞ্জনা ভট্টাচাৰ্য, সুস্মিতা দে প্ৰমুখ।  সৈয়দ মুজতবা আলির সাহিত্য নিয়ে আলোচনা প্ৰসঙ্গে মুখ্য উপদেষ্টা অধ্যক্ষা উমা ভৌমিক বহুমুখী প্ৰতিভার অধিকারী এই সাহিত্যিকের নানান বিষয় তুলে ধরেন। শান্তিনিকেতনে শিক্ষা সহ সেখানেই অধ্যাপনা, রবীন্দ্ৰনাথের সান্নিধ্য, বিশ্বের নানা দেশ ভ্ৰমণ, ভাষা চৰ্চা ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে সরস আলোচনা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে অধ্যক্ষা মন্দিরা দাস শৰ্মা ‘দেশে বিদেশে’ বই থেকে নানা ঘটনার উল্লেখ করে সহজ সরল ভাষায় বিদগ্ধ এই সাহিত্যিকের মানসিকতা, চিন্তাধারার ওপর আলোকপাত করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.