Header Ads

ব্যতিক্ৰম-মাসডোর পক্ষ থেকে বাংলাদেশের শিল্প কলা এ্যকাডেমির ডিরেক্টর লিয়াকত আলী লাকিকে সম্বর্ধনা দেওয়া হবে

গুয়াহাটিঃ ব্যতিক্ৰম-মাসডোর পক্ষে বাংলা সাহিত্য সংস্কৃতিক সমাজের প্ৰতিনিধিরা আজ বৃহস্পতিবার  জনতা ভবনে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারক পত্ৰ দেন। ব্যতিক্ৰম-মাসডোর পক্ষে সৌমেন ভারতীয়া, বিধায়ক শিলাদিত্য দেবের নেতৃত্বে প্ৰতিনিধি দলটি ১১ সেপ্তেম্বর লোক সঙ্গীত শিল্পী কালিকা প্ৰসাদ ভট্টাচার্যের জন্ম দিনটি সরকারিভাবে উদযাপনের জন্য মুখ্যমন্ত্ৰীর কাছে আর্জি জানান। আগামী ৮ সেপ্তেম্বর ব্যতিক্ৰম-মাসডোর পক্ষ থেকে বাংলাদেশের শিল্প কলাএ্যকাডেমির ডিরেক্টর লিয়াকত আলী লাকিকে ভূপেন হাজৰিকা স্মৃতি পুরস্কার প্ৰদান করা হবে। ঢাকা শিল্প কলা একাডেমির ডিরেক্টর লিয়াকত আলী লাকি আগামীকাল গুয়াহাটিতে স্বর্ণ কন্যা হিমা দাসের সম্বর্ধনা সভায় অংশ গ্ৰহণ করবেন। সৌমেন ভারাতীয়া জানান, মুখ্যমন্ত্ৰী বাংলা সাহিত্য সংস্কৃতিক সমাজকে লালগণেশ অঞ্চলে ২ বিঘা জমি দেওয়ার প্ৰতিশ্ৰুতি দিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.