Header Ads

অসমে সদস্য ভৰ্তির অভিযানে ব্যৰ্থ হিজবুল, সন্ত্ৰাসকে কঠোর হাতে দমন করা হবে অভয়বাণী মুখ্যমন্ত্ৰীর



নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে সদস্য ভৰ্তির অভিযানের চেষ্টা চালিয়ে আশানুরূপ সাফল্য পায়নি হিজবুল মুজাহিদিনের দুৰ্ধৰ্ষ সদস্য কামরুজ জামান। পুলিশের হাতে ধৃত কামরুজের এক সাগরেদ ওমর ফারুককে জেরা করে এই তথ্য পাওয়া গিয়েছে। ফারুক পুলিশকে জানায় মাসখানেক আগে সদস্য ভৰ্তির উদ্দেশ্যে অসমে এসেছিল কামরুজ জামান। আগষ্টে অসমে এসে সংগঠনের ভিত মজবুত করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল সে। রবিবার দিশপুর থানা থেকে হোজাইয়ে আনা হয় ফারুককে। হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ফারুককে মেঘালয়ের বৰ্ণিহাট থেকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃত ফারুকের বাড়ি হোজাইয়ের শোলমারি গ্ৰামে। তাকে জেরা করে পুলিশ কামরুজ সম্পৰ্কে অনেক গুরুত্বপূৰ্ণ তথ্য পেয়েছে। অসম পুলিশের ডিজিপি কুলধর শইকিয়া রবিবার সাংবাদিকদের জানান, হিজবুল মুজাহিদিনের নেটওয়াৰ্ক সম্পৰ্কে আরও নতুন নতুন তথ্য পাওয়া গিয়েছে। যমুনামুখের কামরুজকে কানপুরে গ্ৰেফতার করার পর তার সঙ্গে সম্পৰ্ক থাকা অসমের বেশ কয়েকজনের তথ্য উত্তরপ্ৰদেশ পুলিশ পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অসম পুলিশ শাহ আলম, সহিদুল ইসলাম ও ওমর ফারুকে গ্ৰেফতার করে। অস্ত্ৰ কেনা এবং হিজবুল মুজাহিদিনে সদস্য ভৰ্তির জন্য ওরা ৩ জন একসঙ্গে ছিল।সহিদুল ও ফারুকে রবিবার আদালতে হাজির করিয়ে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। উত্তরপ্ৰদেশের এটিএস-এর একটি দল ইতিমধ্যে অসমে এসে পৌঁছেছে। দলটি ধৃত এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করবে। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল রাজ্যবাসীকে অভয়বাণী দিয়ে বলেন, ‘অসমে কোনওভাবেই জেহাদী গোষ্ঠীকে প্ৰশ্ৰয় দেওয়া হবে না। জেহাদী গোষ্ঠীর বিরুদ্ধে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৩টি জেলার মানুষের নিরাপত্তার জন্য আমরা দায়বদ্ধ। এধরনের শক্তির বিরুদ্ধে আমরা সজাগ এবং সচেতন, ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি’।এদিকে এদিন দিল্লির অসম ভবনে হোজাইয়ের বিধায়ক শিলাদিত্য দেব বলেন, ‘অসমে জেহাদী গোষ্ঠী সক্ৰিয় থাকার কথা আমি আগেই সাবধান করেছিলাম। যদি হোজাই, যমুনামুখের মতো জায়গায় জেহাদীরা এতো সক্ৰিয় হতে পারে, তবে চর অঞ্চল এবং ভারত-বাংলা সীমান্তের অবস্থা যে কি ভয়াবহ হবে। অসমের চর এলাকাগুলিতে অতিসত্ত্বর তল্লাশি অভিযান চালানো উচিত। জেহাদী গোষ্ঠী অসমে খুব সহজেই ঢুকতে পারে, পাকিস্তান থেকে ঢাকা হয়ে অনায়াসে অসমে ঢুকতে পারে। ভবিষ্যতে অসমে এধরনের ঘটনা ঘটার সম্ভবনাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না’।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.