Header Ads

প্ৰয়াত বলিউডের পরিচালক কল্পনা লাজমি


     কল্পনা লাজমি

মুম্বইঃ প্ৰয়াত হলেন বলিউডের পরিচালক কল্পনা লাজমি। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।কিডনিতে ক্যান্সারে আক্ৰান্ত হয়ে  বেশ কয়েকমাস ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শেষ পৰ্যন্ত ক্যান্সারের কাছেই হার মানলেন তিনি।গুরু দত্তের ভাইঝি কল্পনার মা চিত্ৰশিল্পী ললিতা লাজমি। মাত্ৰ ১৭ বছর বয়সে ভূপেন হাজরিকার সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তাঁর। কেরিয়ারের শুরুতেই ইঙ্গিত ছিল ছক ভাঙার। সিনেমা নয়, সাতের দশকে শুরু করেছিলেন শ্যাম বেনেগালের সহকারী হিসেবে। ১৯৭৭ সালে শ্যামের ভূমিকায় কস্টিউম ডিজাইনার হিসেবেও তাঁকে দেখা গিয়েছে। তথ্যচিত্ৰও করেছেন তিনি। প্ৰথম তথ্যচিত্ৰ ১৯৭৮ সালে।‘ডি জি মুভি পায়োনিয়ার’। এরপর ‘আ ওয়াৰ্ক স্টাডি ইন টি প্লাকিং’, ‘অ্যালং দ্য ব্ৰহ্মপুত্ৰ’-এর মতো তথ্যচিত্ৰও তিনি তৈরি করেছেন। ১৯৮৬ সালে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, অনুজ সাহানিকে নিয়ে তৈরি করেন ‘এক পল’। গুলজারের সঙ্গে মিলে সে ফিল্মের চিত্ৰনাট্য লিখেছিলেন তিনি। পুরুষতান্ত্ৰিক সমাজে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তাঁর ফিল্মের নায়িকারা। ব্যক্তগত জীবনেও বারবার প্ৰথা ভেঙেছেন তিনি। গত ৮ সেপ্টেম্বর সুধাকন্ঠ ভূপেন হাজরিকার জন্মদিনে উন্মোচন হয় তাঁর বই ‘ভূপেন হাজরিকা অ্যাজ আই নিউ হিম’। বইটিতে সুধাকন্ঠের ব্যক্তিত্বের বেশ কয়েকটি দিক প্ৰকাশ পেয়েছে। লাজমির জনপ্ৰিয় ফিল্মগুলির মধ্যে ‘রুদালি’, ‘দমন’, ‘দরমিয়া’, ‘লুহিত কিনারে’ উল্লেখ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.