Header Ads

পাহাড়ে গোটা দিন বিএসএনএল মোবাইল পরিষেবা ও ইন্টারনেট পরিষেবা ও বিদ্যুৎ পরিষেবা বেহাল ছিল।

বিপ্লব দেবঃ হাফলং
প্রচন্ড ঝড়ো হওয়া ও বৃষ্টিতে ডিমা হাসাও জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে বুধবার। মঙ্গলবার রাত থেকে ঝড়ো হাওয়া ও নাগারে বৃষ্টির দরুন বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়ে পড়ে হাফলং শহরের বিভিন্ন অংশে। হাফলং পুলিশ থানার পাশে গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ার দরুন শহরের বিভিন্ন স্থানে বুধবার বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। অন্যদিকে মঙ্গলবার রাত থেকে বিএসএনএল পরিষেবা ভেঙ্গে পড়েছে সমগ্র পাহাড়ি জেলাতে। রাত থেকেই বিকল হয়ে পড়েছে মোবাইল পরিষেবা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা। বুধবার পুরো দিন বিএসএনএল মোবাইল পরিষেবা ইন্টারনেট পরিষেবা বিকল ছিল। এমনকি ইন্টারনেট পরিষেবা না থাকার দরুন বুধবার শহরের ব্যাঙ্ক গুলিতে গিয়ে গ্রাহকদের সমস্যায় পড়তে হয়েছে। সার্ভার না থাকার দরুন ব্যাঙ্কে গিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েন ব্যাঙ্কের গ্রাহকরা। এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত ডিমা হাসাও জেলায় বিএসএনএল পরিষেবা উন্নত হয়নি। তবে ঠিক কি কারনে পুরো পাহাড়ি জেলাতে বিএসএনএল পরিষেবা ভেঙ্গে পড়েছে মঙ্গলবার রাত থেকে তার সঠিক কারন জানাতে পারেনি বিএসএনএল কর্তৃপক্ষ। এদিকে গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি হওয়ার দরুন হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। বিপদের ঝুঁকি নিয়ে হাফলং-শিলচর শিলচর-হাফলঙের মধ্যে যাত্রীবাহী সুমো ক্রুইজার গাড়ী চলাচল করে বুধবার। বৃষ্টির দরুন বিশেষ করে ৫৪ নম্বর জাতীয় সড়কের বড়মলকই মিয়াংক্রো রেখো কাপুরছড়া দলইচূঙ্গার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকায় জাতীয় সড়কের পাশে পাহাড়ি নদীতে জল বাড়ছে। আর এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে পাহাড়ি নদীর পাশ দিয়ে গাড়ী চলাচল করে বুধবার। বৃষ্টির দরুন বিশেষ করে ৫৪ নম্বর জাতীয় সড়কের বড়মলকই মিয়াংক্রো রেখো কাপুরছড়া দলইচূঙ্গার অবস্থা শোচনীয় হয়ে পড়ে। পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকায় জাতীয় সড়কের পাশে পাহাড়ি নদীতে জল বাড়ছে। আর এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে পাহাড়ি নদীর পাশ দিয়ে গাড়ী চলাচলের জন্য তৈরী করা সাবওয়ে গুলি ভাসিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এদিকে মঙ্গলবার রাত থেকে বিএসএনএল মোবাইল পরিষেবা ও ইন্টারনেট পরিষেবা ভেঙ্গে পড়ার পর বুধবার মোবাইল পরিষেবা ঠিক হলে ইন্টারনেট পরিষেবা ঠিক হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.