কামাখ্যা স্টেশনের সামনে অগ্নিকাণ্ড ,রাজপথে দাউ দাউ করে জ্বললো টেম্পো।
নয়া ঠাহর প্ৰতিবেদন, মালিগাঁওঃ মহানগরের কামাখ্যা
স্টেশনের সামনে অগ্নিকান্ড সংঘটিত হয়। বৃহস্পতিবার বিকেলে
এক টেম্পোতে হঠাৎই আগুন লেগে যায়। কোনওমতে
প্রাণে বাঁচেন টেম্পো চালক।চলতি অবস্থায় কিভাবে টেম্পোতে আগুন লাগলো
এর কারণ জানা যায়নি।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের গাড়ি এসে আগুন
নিয়ন্ত্ৰণে আনে।এই ঘটনায় এলাকায় স্থানীয়দের
মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান্ত্রিক বিচ্যুতির ফলে আগুন লাগে,এমনটাই অনুমান করা
হচ্ছে।









কোন মন্তব্য নেই