Header Ads

ধুবড়িতে পরিবেশ সংরক্ষণ ও সাংবাদিকরে ভূমিকা শীৰ্ষক আলোচনা চক্ৰ



ধুবড়িঃ ঐতিহাসিক শহর ধুবড়ি। শহরটিকে পরিস্কার পরিচ্ছন্ন করে না রাখলে একদিন শহরের অবস্থা হরপ্পা, মহেঞ্জোদারোর মতো হবে।শনিবার ধুবড়ির সাহিত্য সভা ভবনে ‘সমাজে পরিবেশ সংরক্ষণ এবং সাংবাদিকের ভূমিকা’ শীৰ্ষক একটি আলোচনা চক্ৰ অনুষ্ঠিত হয়। সভায় এই মন্তব্য করেন ধুবড়ি পুরসভা এবং গৌরীপুর নগর সমিতির কাৰ্যবাহী আধিকারিক জিন্টু বরা। তিনি আরও বলেন , অতি প্ৰাচীন এই শহরটিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সৰ্বপ্ৰথমে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। অতি সত্ত্বর যেখানে সেখানে নোংরা আবৰ্জনা ফেলা বন্ধ করতে হবে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। এর জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার প্ৰয়োজন রয়েছে, উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুয়াহাটির বিশিষ্ট প্ৰবীণ সাংবাদিক অমল গুপ্ত। তিনি বলেন, একজন সাংবাদিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্নভাবে প্ৰচার চালিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারেন। এদিনের আলোচনা চক্ৰে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের কেন্দ্ৰীয় সমিতির উপ সভাপতি হেমেন চক্ৰবৰ্তী, ধুবড়ির অ্যাডিশনাল কমিশনার অনিমেষ তালুকদার, ধুবড়ি ভোলানাথ মহাবিদ্যালয়েরে অবসরপ্ৰাপ্ত অধ্যাপক গিরিন্দ্ৰনাথ গোস্বামী, বিশিষ্ট সমাজকৰ্মী ড০ দেবময় সান্নাল, বিশিষ্ট আইনজীবী ইনামূল হক, ড০ জে বি রায় সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ধুবড়ি মহকুমা এবং সাংবাদিক সংস্থার উদ্যোগে এদিনের অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এদিন সকালের দিকে সাংবাদিক সংস্থার উদ্যোগে, আর কে বসু বাংলা বিদ্যাপীঠ এবং গ্ৰীণ নাৰ্সারী স্কুলের শিক্ষক-শিক্ষয়িত্ৰী ও ছাত্ৰছাত্ৰীরা পরিবেশ সংরক্ষণের ওপর হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে রাস্তায় মিছিল বের করে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.