Header Ads

উমরাংশুতে এক যুবককে অপহরন করে শারিরীক নিগ্রহ করার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে


বিপ্লব দেবঃ হাফলং
ডিমা হাসাও জেলার শিল্প নগরী হিসেবে পরিচিত উমরাংশুতে দিনের পর দিন অপরাধের ঘটনা বেড়ে চলছে। এবার উমরাংশুতে বছর ২৫-র এক যুবক তিন দূষ্কৃতীকারী অপহরন করে নিয়ে গিয়ে একটি বাড়িতে বন্ধ করে অকথ্য ভাবে শারিরীক নির্যাতন চালিয়ে পড়ে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনার পর উমরাংশুতে সাধারন মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে।  এই  ঘটনার বিচার ও দূষ্কৃতীকারীদের গ্রেফতার চেয়ে অবশেষে সাধারন মানুষ পথে নামলেন। উমরাংশুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় ছিল। অবশেষে সাধারন মানুষের চাপে পড়ে  এক দূষ্কৃতীকারীকে গ্রেফতার করে উমরাংশু পুলিশ। ঘটনার বিবরনে জানা গেছে বিশ্বকর্মা পূজোর দিন রাতে উমরাংশুর এক যুবক রাজীব দাসকে রঞ্জিত রজাক অনিল রজাক ও দীপক নাথ নামের তিন দূষ্কৃতীকারী অপহরন করে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রেখে অর্থের দাবি করে অকথ্য ভাবে শারিরীক নির্যাতন চালায়। ওই তিন ব্যক্তি রাজীবকে আটকে রেখে লোহার রড দিয়ে বেধরক মারপিট করে এমনকি তাকে বিদ্যুতের শক দিয়ে অত্যাচার চালানো হয়। তারপর অচেতন অবস্থায় উমরাংশু শহরের একটি পরিত্যক্ত স্থানে ফেলে দেয়। ১৮ সেপ্টেম্বর সকালে গুরুতর জখম অবস্থায় পুলিশ স্থানীয় বাসিন্দারা রাজীবকে উদ্ধার করে উমরাংশু সরকারী হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে চিকিৎসকরা রাজীব দাসের অবস্থা বেগতিক দেখে তাকে দিসপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। রাজীবের উপর যে অমানবিক শারিরীক অত্যাচার চালানো হয় তার পুরো শরীরে আঘাতের চিহ্ন দেখেই তা পরিষ্কার। বর্তমানে রাজীব দাসের চিকিৎসা চলছে দিসপুর হাসপাতালে। পুলিশ সুত্রে জানা গেছে রাজীব দাস রঞ্জিত রজাক ও অনিল রজাকের  ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন এবং রাজীব দাসের বিরুদ্ধে টাকা চুরি করার অভিযোগ এনে একটি বাড়িতে আটকে রেখে এই শারিরীক নির্যাতন চালানো হয়। এদিকে এই ঘটনার খবর উমরাংশু শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের ক্ষোভের আগুন দেখা দেয়। বৃহষ্পতিবার উমরাংশু এলাকার কয়েকশো মানুষ এই ঘটনার উপযুক্ত বিচার ও এই ঘটনায় জড়িত তিন দূষ্কৃতীকারীর অবিলম্বে গ্রেফতার চেয়ে এক মিছিল বের করে উমরাংশু থানায় হাজির হয়ে ওসির মাধ্যমে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার উদ্দেশ্যে এক স্মারক পত্র প্রদান করে। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার প্রশান্ত শইকীয়া জানিয়েছেন এই ঘটনায় জড়িত অনিল রজাককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে রঞ্জিত রজাক ও দীপক নাথ এখনও পলাতক। তবে শীঘ্রই এই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ জানিয়েছেন পুলিশসুপার প্রশান্ত শইকীয়া।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.