Header Ads

কলকাতায় ফের উড়ালপুল দুৰ্ঘটনা




কলকাতাঃ  ফের উড়ালপুল দুৰ্ঘটনা। মঙ্গলবার দুপুরে শহরে আচমকা ভেঙে পড়ে মাঝেরহাট ব্ৰিজ। ঘটনায় নিহত ৯, আহত হয়েছেন ২০ জনেরও বেশি। আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার কাজে কলকাতা পুলিশ, দমকল, বিপৰ্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে হাত মিলিয়েছে সেনাবাহিনী। চাপা পড়েছে বেশ কয়েকটি গাড়ি, মিনিবাস, বাইক। প্ৰত্যক্ষ্যদৰ্শীদের  দাবি, যে সময় সেতুটি ভেঙে পড়ে তখন ওই সেতুর নীচে বিশ্ৰাম নিচ্ছিলেন সংলগ্ন এলাকার নিৰ্মাণ কাজে কৰ্মরত শ্ৰমিকরা। দিনের ব্যস্ততম সময়ে সেতু ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়েই দাৰ্জিলিং থেকে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উদ্ধার কাজ ও আহতদের চিকিৎসায় সব রকম সাহায্য করবে প্ৰশাসন। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা ও ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। এদিন ঘটনাস্থলে যান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, নগরোন্নয়ন দফতরের মন্ত্ৰী ফিরহাদ হাকিম সহ একাধিক প্ৰশাসনিক কৰ্তা।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.