Header Ads

ডিমা হাসাও জেলার ১৭ জন কৃতী শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধিত করা হল


বিপ্লব দেব হাফলং
৫ সেপ্টেম্বর ৫৭ তম শিক্ষক দিবস উপলক্ষে ডিমা হাসাও জেলার প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত ১৭ জন কৃতী শিক্ষক শিক্ষিকা সরকারী ভাবে সংবর্ধনা জানানো হয় শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে। বুধবার শিক্ষক দিবস উপলক্ষে হাফলং সাংস্কৃতিক ভবনে সরকারী ভাবে অয়োজিত অনুষ্ঠানে যে সব শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয় তাদের মধ্যে রয়েছেন মাইবাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ বিষয় শিক্ষিকা সুচিত্রা সিনহা, তুলপই হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, হাতিখালি হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রমা বসু, সংপিজাং হাইস্কুলের অবসরপ্রাপ্ত হিন্দি শিক্ষক সুশেন্দ্র শেখর দে, বড়ো আরকাপ হাইস্কুলের অবসরপ্রাপ্ত  সহকারী শিক্ষক দিল বাহাদুর থাপা,লাংটিং হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ধীরেন্দ্র দাস, হাফলং সরকারী উচ্চতর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপম চৌধুরী, সুংবুং হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নেন্দ্র চক্রবর্তী, এবং হাফলং ডনবস্কো হায়ার সেকেন্ডারী স্কুলের হিন্দি শিক্ষিকা শ্যামলী চক্রবর্তী, রেটজল এমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ভি এল সেইমা, দিদাম্ব্রাএমই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীথল দাস, ভানুপ্রকাশ এমই স্কুলের প্রধান শিক্ষক ভীমচন্দ্র ছেত্রী, মহারাজপুর এমই স্কুলের প্রধান শিক্ষক প্রবীন মেধী। তাছাড়া নিম্নপ্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  শিক্ষিকা সুষমা হাসনু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাগাইখুম সিয়েক নিয়াংতে, প্রধান শিক্ষক নাউনুঙ্গবিয়ুংবে জেমি ও প্রধান শিক্ষক চংনিনিয়াং চাংসান। বুধবার পাহাড়ি জেলার এই কৃতী শিক্ষক শিক্ষিকাদের হাতে মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা ইএম ফ্লেমিং সাইলা রূপসী স্কুল সমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং ও হাফলং সরকারী উচ্চতর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মালবিকা লংমাইলাই। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন ও ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করে অতিরিক্ত জেলাশাসক বিক্রম দেব শর্মা বলেন শিক্ষক শিক্ষিকারা হচ্ছেন সমাজ গঠনের মূল কারিগর। একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষক শিক্ষিকাদের অবদান অপরিসীম। এদিন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্কুল সমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং তাছাড়া অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইএম ফ্লেমিং সাইলা রূপসী ও মালবিকা লংমাইলাই। এছাড়া এদিন অনান্য অনুষ্ঠানের মধ্যে ছিল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রাধাকৃষ্ণনণ বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.