Header Ads

জুরীয়ার খাটোয়ালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৬, শক্তি বিভাগের ৩ কৰ্মী সাসপেন্ড

 প্রতীকী ছবি 

নগাঁওঃ নগাঁওয়ের জুরীয়ার খাটোয়ালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। পুকুরে মাছ ধরার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তাঁর পুকুরে ছিড়ে পড়লে এই দুৰ্ঘটনাটি ঘটে। মৃতদের নাম ক্ৰমে রফিকুল ইসলাম, জবর আলি, মইনুল ইসলাম, হবিবুর রহমান, ইনামুল ইসলাম এবং আশীকুল ইসলাম।বিদ্যুৎ বিভাগের অবহেলায় এই ঘটনা ঘটেছে, স্থানীরা অভিযোগ করেছেন। এই ঘটনার পর এলাকার মানুষ বিদ্যুৎ বিভাগের কৰ্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর করে। ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শক্তি মন্ত্ৰী তপন গগৈকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নিৰ্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল।  অন্যদিকে, নাহরকটিয়ার জয়পুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্ৰমিকের মৃত্যু হয়। মৃত শ্ৰমিকের নাম প্ৰমোদ গগৈ। ঘটনায় গুরুতরভাবে আহত হন ধৰ্মেন গগৈ এবং উপেন গগৈ নামে আরও দুজন।বিদ্যুতের তাঁর মেরামতি করার সময় ভুলে বিদ্যুৎ সংযোগ করে দিলে দুৰ্ঘটনাটি ঘটে।  জুরীয়ার ঘটনায় শক্তি বিভাগের ৩ জন কৰ্মীকে সাসপেন্ড করা হয়েছে। এসডিও পল্লব দাস, কৰ্মী ফখরুল ইসলাম এবং একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে।

No comments

Powered by Blogger.