Header Ads

সুপ্ৰিম কোৰ্টের পরবৰ্তী প্ৰধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ



নয়াদিল্লিঃ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুপ্ৰিম কোৰ্টের পরবৰ্তী প্ৰধান বিচারপতির পদে বসতে চলেছেন রঞ্জন গগৈ। বৰ্তমানের মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ  আগামী ২ অক্টোবর অবসর গ্ৰহণ করবেন।  ৩ অক্টোবর গগৈ ওই পদের দায়িত্বভার নেবেন। খোদ রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ গগৈকে দেশের পরবৰ্তী মুখ্য বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। প্ৰসঙ্গত, পরম্পরা অনুযায়ী রঞ্জন গগৈয়ের মুখ্য বিচারপতি হওয়াটা প্ৰায় নিশ্চিত ছিল। তবে চলতি বছরে পুরো বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তার কারণ বৰ্তমান মুখ্য বিচারপতির কাজকৰ্মের সমালোচনা করে বিচারপতি রঞ্জন গগৈ সমেত সুপ্ৰিম কোৰ্টের অন্য ৪ বিচারপতি জানুয়ারিতে একটি সাংবাদিক বৈঠক করেন। যার ফলে গোটা দেশে বিতৰ্কের সৃষ্টি হয়। বিচারপতিদের অভিযোগ ছিল, মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ দেশের গণতান্ত্ৰিক শাসন ব্যবস্থায় হুমকি সৃষ্টি করেছেন। সতীৰ্থদের কাছ থেকে এভাবে সমালোচিত হয়ে মুখ্য বিচারপতি দীপক মিশ্ৰ নিজের উত্তরসূরি হিসেবে রঞ্জন গগৈর নাম প্ৰস্তাব করবেন কিনা তা নিয়ে ধন্দ ছিল।  জানুয়ারিতে ওই সাংবাদিক বৈঠকের পর জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন জে চেলামেশ্বর।পরে চলতি বছরের ২২ জুন চেলামেশ্বর অবসর নিলে স্বাভাবিক ভাবেই রঞ্জন গগৈর নাম উঠে আসে। ৩ অক্টোবর মুখ্য বিচারপতি পদের দায়িত্বভার নিয়ে ২০১৯ সালের নভেম্বর পৰ্যন্ত মুখ্য বিচারপতি পদের দায়িত্ব পালন করবেন তিনি।২০০১ সালের ২৮ ফব্ৰুয়ারি গৌহাটি হাইকোৰ্টের বিচারপতি হন গগৈ। ২০১১ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোৰ্টে প্ৰধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১২ সালের ২৩ এপ্ৰিল সুপ্ৰিম কোৰ্টের বিচারপতি পদে নিযুক্ত হনতিনি অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী কেশব চন্দ্ৰ গগৈয়ের পুত্ৰ। দেশের সৰ্বোচ্চ আদালতে মুখ্য বিচারপতির পদের জন্য তাঁর নাম নিৰ্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ার উঠেছে অসমবাসীর মধ্যে।
শুক্ৰবার গুয়াহাটি এসেছিলেন রঞ্জন গগৈ তাঁর মায়ের আত্মজীবনীমূলক একটি বই উন্মোচন করতে। শনিবারই তাঁর ডিব্ৰুগড়ে ফিরে যাওয়ার কথা।      


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.