Header Ads

মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য ১৬৮ কোটি টাকার বেআইনী মদের বোতলের উপর রোড রোলার চালালেন

গুয়াহাটিঃ বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই সৰ্বপ্ৰথম আবকারি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য মদ ব্যবসায়ীদের দুৰ্নীতি বনধ করার লক্ষ্যে ১৬৮ কোটি ৫৪ লক্ষ ৩১ হাজার ৩৪৯ টাকার মূল্যের ১৪ ট্ৰাক এই বৃহৎ পরিমাণ মদ বোতলের উপরে রোড রোলার চালিয়ে বাৰ্তা দিলেন মদ ব্যবসায়ীদের দুৰ্নীতি সহ্য করা হবে না। মন্ত্ৰী বলেন, এই তার প্ৰতীকি প্ৰতিবাদ, ভবিষ্যৎতে বেআইনী মদ ব্যবসায়ীদের দুৰ্নীতির বিরুদ্ধে ষ্ট্ৰীম রোলার চালানো হবে। আজ গুয়াহাটি লখরা অঞ্চলে মন্ত্ৰী নিজেই রোড রোলারটি চালান। আবকারি বিভাগ এবং ব্যুরো অফ ইনভেষ্টিগেশন এ্যণ্ড ইকোনমিক অফেন্স (বি আই ই ও) অভিযান চালিয়ে গত ২০১৬ সালে ১৩জজনকে গ্ৰেফতার করেছিল। কাৰ্বিআংলংয়ে খটখটি এবং গুয়াহাটির গড়চুক অঞ্চল থেকে তা উদ্ধার করা হয়। এ বৃহৎ পরিমান অরুণাচল প্ৰদেশ থেকে আমদানি করা হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.