Header Ads

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, দেবব্ৰত শইকিয়া হাফলং আসছেন

 উত্তর কাছাড় পার্বত্য  নির্বাচন

বিপ্লব দেব, হাফলংঃ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা কংগ্রেস বিধায়নী দলের নেতা দেবব্রত শইকীয়া সহ রাজ্য কংগ্রসের এক ঝাঁক নেতা মঙ্গলবার হাফলং আসছেন। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে বিজেপি ও অগপ দল নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচনের রনকৌশল তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দল গুলি। বিজেপি ও অগপ দলের নেতা কর্মীরা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন কেন্দ্র গুলি চষে বেড়াচ্ছেন। অগপ বিজেপি জেলার বিভিন্ন এলাকায় দলীয় সভা সমিতি করে চলছে পরিষদ নির্বাচনকে সামনে রেখে। এই তুলনায় কংগ্রেস দল কিছুটা পিছিয়ে রয়েছে। কারন কংগ্রেসের সাংগঠিক দিকটি কিছুটা দূর্বলষহয়ে পড়েছে উপযুক্ত নেতৃত্বের অভাবে। পাহাড়ি জেলার জেলার রাজনীতিতে পিতামহ হিসেবে পরিচিত কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা গোবিন্দ চন্দ্র লাংথাসার মৃত্যুর পর সাংগঠনিক দিক দিয়ে কংগ্রেস কিছুটা দূর্বল হয়ে পড়েছে। তাছাড়া দেবজিৎ থাওসেন প্রকান্ত ওয়ারিশার মত কিছু নেতা কংগ্রেস ছেড়ে চলে যাওয়ার পর কংগ্রেস আরো দূর্বল হয়ে পড়ে। বর্তমানে জেলা কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন প্রয়াত গোবিন্দ চন্দ্র লাংথাসার কনিষ্ঠ পুত্র নির্মল লাংথাসা। কিন্তু গোবিন্দ চন্দ্র লাংথাসার মত তেমন জনপ্রিয়তা নেই নির্মল লাংথাসার। এমনকি নির্মল লাংথাসার মধ্যে জনপ্রিয়তার প্রচুর অভাব রয়েছে বলে অভিযোগ। আর এতেই কংগ্রেসের সাংগঠনিক দিকটি কিছুটা দূর্বল হয়ে পড়েছে এমনটাই মনে করেন জেলা কংগ্রেসের অধিকাংশ নেতা কর্মীরা। তাই উত্তর কাছাড় পার্বত্য পরিষদের নির্বাচনের মুখে দলকে চাঙ্গা করে তুলতে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা কংগ্রেস বিধায়নী দলের নেতা দেবব্রত শইকীয়া লোকসভার সাংসদ বীরেন সিং ইংতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী খর সিং ইংতি ও প্রদেশ কংগ্রেসের এক ঝাঁক নেতা হাফলং আসছেন। মঙ্গলবার হাফলং রাজীব ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ  বৈঠকে মিলিত হয়ে আগামী উত্তর কাছাড় পার্বত্য পরিষদ নির্বাচনে দলের রনকৌশল নিয়ে আলোচনা করার পাশাপাশি এক কর্মী সভায় মিলিত হবেন বলে ডিমা হাসাও জেলা কংগ্রেস কমিটি সুত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.