Header Ads

পৃথক জেলা গঠনের দাবি মেনে না নিলে আগামি ১৩ আগষ্ট থেকে ডিমা হাসাও জেলা বন্ধঃ ইন্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম

বিপ্লব দেবঃ হাফলং এন সি হিলস ইণ্ডিজেনাস স্টুডেন্ট ফোরাম আগামী ৯ আগষ্ট থেকে পাহাড়ে অনিদৃষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়ার পর। এবার ডিমা হাসাও জেলাকে দুভাগ করে দুটি পৃথক জেলা গঠনের দাবি নিয়ে আগামী ১২ আগষ্টের মধ্যে রাজ্যসরকার এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরামকে আলোচনার জন্য বৈঠকে আমন্ত্রন না জানালে ১৩ আগষ্ট থেকে অনিদৃষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বনধ বনধের ডাক দেওয়া হবে বলে জানান ইন্ডিজেনাস পিপোলস ফোরামের সভাপতি এল কুকি ও সম্পাদক ভি ভার্তে। অ-ডিমাসা উপজাতি জনগোষ্ঠীর মানুষকে নিয়ে গঠিত এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরাম দীর্ঘ দিন থেকে ডিমা হাসাও জেলাকে দু‘ভাগ করে পৃথক দুটি জেলা গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। এই সংগঠনটি পৃথক জেলা গঠনের দাবির বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্য পূর্ত তথা অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে রাজ্যসরকার মন্ত্রী গোষ্ঠী কমিটি গঠন করে দেয়। গত ৯ জুলাই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাফলং সফর কালে এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরামের নেতাদের সঙ্গে হাফলং আবর্ত ভবনে পৃথক জেলা গঠনের বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মন্ত্রী সংগঠনটির নেতাদের আশ্বস্ত করে বলেছিলেন ২০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে দিসপুরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে পৃথক জেলা গঠনের বিষয়টি নিয়ে। কিন্তু এখন পর্যন্ত ইন্ডিজেনাস পিপোলস ফোরামকে বৈঠকের জন্য আমন্ত্রন জানানো হয়নি। তাই আগামী ১২ আগষ্টের মধ্যে পৃথক জেলা গঠনের দাবি নিয়ে আলোচনার জন্য রাজ্যসরকারের পক্ষ থেকে ইন্ডিজেনাস পিপোলস ফোরামকে ডাকা না হলে ১৩ আগষ্ট থেকে অনিদৃষ্টকালের জন্য ডিমা হাসাও জেলা বন্ধ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির সম্পাদক ভি ভার্তে। এনিয়ে শুক্রবার এন সি হিলস ইন্ডিজেনাস পিপোলস ফোরামের সভাপতি এল কুকি সম্পাদক ভি ভার্তে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার সঙ্গে দেখা করে এনিয়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.