Header Ads

প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারকে ন্যাশনাল পিপলস পার্টির ডিমা হাসাও জেলা সভাপতি


বিপ্লব দেব হাফলংঃ  ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-র ডিমা হাসাও জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন বিধায়ক তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম সমরজিৎ হাফলংবার। ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি)-র বিধায়ক রাজ্য সভার প্রাক্তন সাংসদ তথা দলের কেন্দ্রীয় সচিব এবং উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা থমাস এ সাংমা  সমরজিৎ হাফলংবারকে এনপিপি দলের ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন। এনপিপি-র কেন্দ্রীয় সচিব থমাস এ সাংমাং এক নির্দেশে উল্লেখ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবারকে ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি)-র ডিমা হাসাও জেলা কমিটির অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। পার্বত্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এনপিপি দলের স্থায়ী সভাপতি নির্বাচিত করা হবে বলে জানা গিয়েছে। এদিকে সভাপতির দায়িত্ব পেয়ে সমরজিৎ হাফলংবার বলেন ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি) নর্থ ইষ্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স (নেডা)-র একটি অংশ এবং এনডিএ-র শরিক দল মেঘালয় মনিপুর নাগাল্যান্ড অরুনাচল এই চারটি রাজ্যে নর্থ ইষ্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (নেডা)-র সরকার চলছে। তাই আগামী উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে যদি নেডায় অন্তর্ভূক্ত দল গুলি এনপিপি-র মিত্রতায় যেতে চায় তাহলে এনিয়ে দল চিন্তা ভাবনা নিশ্চয় করবে। তবে এনপিপ-র সঙ্গে কোনও দল যদি মিত্রতায় যেতে না চায় তাহলে এনপিপি একাই পরিষদের ২৮ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন সমরজিৎ হাফলংবার। উল্লেখ্য ডিমা হাসাও জেলা থেকেই ন্যাশনাল পিপোল পার্টি (এনপিপি)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.