Header Ads

ধৰ্ষণের ঘটনায় ফাঁসির আদেশঃ হোজাই আদলতের

গুয়াহাটিঃ দেশ জুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধজনিত ঘটনা বেড়েই চলেছে। ধৰ্ষণের ঘটনা নিয়ন্ত্ৰণ করা যাচ্ছে না।এই পরিস্থিতিতে হোজাই জেলার সেশন কোৰ্ট ফাষ্ট ট্ৰাক আদালত গঠন করে এক শিক্ষিকাকে ধৰ্ষণের ঘটনায় এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিলেন এবং অপর এক অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন। হোজাই আদালত রাজ্যে প্ৰথম এক ভালো দৃষ্টান্ত স্থাপন করলেন। হোজাই জেলার যমুনামুখ অঞ্চলের এক শিক্ষিকা অৰ্নমা বরা (৫৮) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইমানুল হক এবং সেলিমুদ্দিন তাকে আটকিয়ে ধৰ্ষণ করে হত্যা করে কপিলি নদীতে ফেলে দিয়েছিল। গত ২০১৭ র ৩১-শে মে'র ঘটনা হোজাই পুলিশ মাত্ৰ ৩০ দিনের মধ্যে চাৰ্জসিট দাখিল করে দৃষ্টান্তমূলক নজির স্থাপন করে। আজ হোজাই সেশন কোৰ্টের ফাষ্ট ট্ৰাক আদালত ইমানুল হককে ফাঁসি এবং সেলিমুদ্দিনকে যাবজ্জীৱন দণ্ড দেন। এই ঘটনা রাজ্য জুড়ে প্ৰতিবাদের ঢেউ উঠেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.