Header Ads

স্বাধীনতা দিবসের প্ৰাকক্ষণে শিক্ষকদের লাগাতার অনশন ধৰ্মঘট, ২৫ জন অসুস্থ

গুয়াহাটিঃ দীৰ্ঘ ২৬-২৭ বছর ধরে অসমের প্ৰাথমিক এবং উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়গুলিতে এক নাগারে শিক্ষকতা করেও প্ৰায় ৯,২৩৬ জন অতিরিক্ত শিক্ষক শিক্ষয়িত্ৰীর চাকরি স্থায়ী হয় নি। প্ৰথম কয়েক বছর তাদের বেতন দেওয়া হয় তার পর থেকেই তাদের অবৈধ শিক্ষক হিসাবে গণ্য করে সরকার বেতন বন্ধ করে দেয়। অতিরিক্ত শিক্ষক সংস্থাগুলি ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়। আদালত তাদের চাকরি বৈধ করার জন্য আদেশও দিয়েছিলেন বলে শিক্ষক সংস্থা জানিয়েছে। লখিমপুরে কয়েক শ শিক্ষক লাগাতার অনশন ধৰ্মঘট করে যাচ্ছেন। প্ৰায় ৭২ ঘণ্টা অতিক্ৰম করবে তাদের ধৰ্মঘট। প্ৰায় ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। সাংসদ প্ৰদান বরুয়া অনশন আন্দোলনকারিদের আস্বস্ত করে বলেছেন, আগামী ১৭ আগষ্টের পর মুখ্যমন্ত্ৰীর সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করে দেবেন। অনশনকারিরা বলেছেন, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল উপস্থিত না হওয়া পৰ্যন্ত আন্দোলন চলবে। মুখ্যমন্ত্ৰী তাদের দাবি না মানলে গণআত্মহত্যার সিদ্ধান্ত নেবে। এর আগেও একবার গণআত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষকরা। সরকারের প্ৰতিশ্ৰুতির পর চরম সিদ্ধান্ত থেকে সরে আসে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.