Header Ads

সোসাল মিডিয়াকে নিয়ন্ত্ৰণ করার জন্য মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সাইবারডোমের সূচনা করলেন


গুয়াহাটিঃ বৰ্তমানে সোসাল মিডিয়া নানা ভূয়া সংবাদ প্ৰচার করে অসমের সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট করছে, অপপ্ৰচার চালােচ্ছ। এর বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণের জন্য অসম পুলিশ অত্যাধুনিক সাইবারডোম চালু করল। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল আজ কাহিলীপাড়া বিশেষ পুলিশ শাখার সদর কাৰ্যালয়ে সাইবারডোম প্ৰকল্পের সূচনা করে বলেন, এই অত্যাধুনিক ব্যবস্থার ফলে রাজ্যে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্টকারী চক্ৰকে প্ৰতিহত করা যাবে, অপপ্ৰচার সাম্প্ৰদায়িক উসকানিমূলক মন্তব্য, নানা গুজব, মিথ্যা খবর যা সোসাল মিডিয়ার মাধ্যমে রাজ্যে বিষবাস্প ছড়াচ্ছে, তা নিয়ন্ত্ৰণ করা সম্ভব হবে। রাজ্যের পুলিশ প্ৰধান কুলধর শইকীয়া এবং পুলিশের বিশেষ শাখার ডি জি পি পল্লব ভট্টাচাৰ্য জানান, অত্যাধুনিক প্ৰযুক্তির সাইবারডোমের মাধ্যমে সোসাল মিডিয়ার উপর নিয়ন্ত্ৰণ আনা যাবে। হোয়াটস আপ, ফেস বুক, টুইটার প্ৰভৃতি সোসাল মিডিয়ামের মাধ্যমে রাজ্যে নানা আপত্তিজনক খবর ছড়ানো হচ্ছে। অত্যাধুনিক প্ৰযুক্তি সাইবারডোমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যত্তিকে তাৎক্ষনিকভাবে শনাক্ত করে সাজা দেওয়ার ব্যবস্থা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.