Header Ads

প্রচন্ড বিদ্যুৎ বিচ্যুতিতে অতিষ্ট, লামডিংবাসী বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে কতটা ধৈর্য রাখবে
জয়শ্ৰী আচাৰ্যঃ লামডিং
কয়েকদিন যাবৎ লামডিং বিদ্যুৎ বিভাগের কর্মীরা এক অজানা আতঙ্কে ভুগছেন যেকোন সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে এই আশংকায় অবশেষে বিভাগের তরফে জনগনের অবগতির জন্য প্রেস বিজ্ঞপ্তি যোগে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয় 
                বিগত বেশ কিছুদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের জেরে অতিষ্ট লামডিং বাসীকে কোন সুসংবাদ দিতে পারল না বিদ্যুৎ বিভাগ ফলস্বরূপ লামডিং এর বিভিন্ন দল সংগঠনের ঘোরতর প্রতিবাদ সাব্যস্ত করার পরিপ্রেক্ষিতে এই আতংক কর্মীদের
                বিদ্যুৎ বিভাগের লামডিং এর সংমন্ডলের দায়িত্বে থাকা ডেপুটি ম্যানেজার কে আর ইংলাং এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সামাগুড়ির বৃহৎ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে যদিও এর মেরামতির কাজ শুরু হয়েছে, তথাপি ১০/১২ দিনের আগে পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা নেই 
            বিবৃতিতে বলা হয় যে বিদ্যুতের এই সমস্যা কেবলমাত্র লামডিং এই নয় সমগ্র হোজাই জিলা সহ নগাঁও জিলাতেও বর্তমান লামডিঙে যেখানে . মেগাওয়াট বিদ্যুৎ এর প্রয়োজন সেখানে শংকরদেব নগর থেকে মাত্র থেকে মেগাওয়াট বিদ্যুতের যোগান ধরা হচ্ছে বিবৃতিতে এও বলা হয় যে ১০/১২ দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে যদিও তা নির্ভর করছে বৃষ্টির উপর অতিরিক্ত বৃষ্টিপাতে এই সময়সীমা আরও বাড়তে পারে 
           এদিকে অসমের শক্তিমন্ত্রী তপন গগৈ ঘোষনা করেছেন যে অসমে ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয় এমন অবস্থায় জনগনের ধৈর্যর বাঁধ ভাঙতে পারে এবং যেকোন সময় অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনায় লামডিং বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে স্থানীয় কর্মচারীদের অসহায়তার কথা বিবেচনা করে বিভাগের সাথে সহযোগিতা করে কিছুসময় ধৈর্য ধরার জন্য জনগনের প্রতি আহ্বান জানানো হয় আগামী ৩০ শে জুলাই NRC চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ নিয়ে উদ্বেগে লামডিঙের জনগন তদুপরি প্রচন্ড গরমে নাজেহাল জনতাউপরন্ত বিদ্যুতের এমন বেহাল অবস্থায় কতৃপক্ষের এধরনের সাফাই জনগনকে কতটা আশ্বস্ত করবে তা সময় বলবে

No comments

Powered by Blogger.