Header Ads

হাজেলার জারি করা নির্দেশের প্রতিবাদ লামডিঙে





নিজস্ব প্ৰতিনিধি, লামডিং:  ১৯ জুলাইঃ 
রিফিউজি কার্ড, ভোটার লিষ্ট ইত্যাদি আসল নথিপত্র জিলা কার্যালয় সহ অন্যান্য সরকারি কার্যালয়ে থাকতে হবে, নতুবা সেগুলো গ্রাহ্য করা হবে না, প্রতীক হাজেলার জারি করা এই র্নির্দেশনার তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে সি. পি.আই. এম. এর লামডিং শাখা এক তরফাভাবে প্রকৃত ভারতীয় নাগরিকদের বিশেষ করে ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘুদের নাম NRC তালিকা থেকে বাদ দেওয়া এবং অকারন সন্দেহের ভিত্তিতে বাঙালীদের 'ডি ভোটার' করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল সি.পি.আই.এম.লামডিংশাখা l শাখা সম্পাদক জি. পি. চক্রবর্তী বলেন যে উত্তর প্রদেশের প্রাক্তন পুলিশ প্রধান এস. আর দারাপুরি ফ্যাক্ট ফাইডিং কমিটির প্রধান হয়ে অসমে এসে এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন নানান সংগঠনের দ্বারা প্রচারিত তথ্যের ভিত্তিতে এবং সেই সাথে NRC নিয়ে খোদ রাষ্ট্রপতির হস্তক্ষেপের ভিত্তিতে এটা পরিষ্কার যে অসমে NRC উন্নতিকরনের নামে হাজার হাজার ভারতীয় নাগরিককে ডি ভোটার করে তালিকা বহির্ভূত করার এক গভীর ষড়যন্ত্র চলছে
        জি পি চক্রবর্তী ক্ষোভের সঙ্গে বলেন যে কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭১ সনের ২৪ শে মার্চ ভিত্তিবর্ষ নির্ধারিত হয়েছেকিন্ত NRC সমন্বয়ক প্রতীক হাজেলা তাঁর খেয়াল খুশিমত একের পর এক নির্দেশ জারি করে চলেছেন  ত্রিপুরা থেকে ইস্যু করা শরনার্থী পঞ্জীয়ন শংসা পত্র এবং গাঁও পঞ্চায়েতের শংসা পত্র বাতিল করা হয়েছে প্রতীক হাজেলার নির্দেশে এটা অত্যন্ত অবাক করা কান্ড যে ভারতের এক প্রদেশে গ্রাহ্য হওয়া প্রমান অসমে কার্যকরী করা হবে না
সি পি এম শাখা সম্পাদক প্রশ্ন করেন যে  কাগজ পত্র সঠিকভাবে রাখার দায়িত্ব সরকারের না নাগরিকদের? সরকারী কার্যালয়ে যেখানে পুরোনো নথিপত্র নেই সেখানে ব্যাক্তি বিশেষের কাছে সেগুলো কি করে থাকবে?
       সি পি এম শাখা সম্পাদক দাবী করেন যে অসমের জন্য একটি শুদ্ধ NRC তালিকা প্রস্তুত করা হোক যাতে একজন প্রক ভারতীয় নারিকের নাম বাদ না পরে
      অসমবাসীর কাছে তিনি আবেদন করেন, যাতে আতঙ্ক গ্রস্ত না হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করেন সেই সাথে ভারত সরকারের কাছে আবেদন জানান যাতে NRC তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে সম্পূর্ণ নিয়মনিতী মানা হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.