Header Ads

উত্তর পূৰ্বাঞ্চলে সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপ ৮৫ শতাংশ হ্ৰাস পেয়েছে দাবি রাজনাথ সিংয়ের


গুয়াহাটিঃ বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জমানায় উত্তর পূৰ্বাঞ্চলে সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপসহ অন্যান্য নাশকতামূলক কাৰ্যকলাপ ৮৫ শতাংশ হ্ৰাস পেয়েছে। মিজোরাম এবং ত্ৰিপুরা সম্পূৰ্ণ সন্ত্ৰাসবাদী মুক্ত রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং আজ শিলংয়ে উত্তর পূৰ্ব পরিষদের (এন ই সি) বৈঠকে পৌরোহিত্যে করে এই দাবি করেন। তিনি আজ শিলং শহরের পাইন উড হোটেলের প্ৰেক্ষাগৃহে এন ই সির ষ্টেট কনভেনশনে বক্তব্য রাখছিলেন, দুদিন ব্যাপী এই সন্মেলনে পুৰ্নগঠিত এন ই সির চেয়ারম্যান হিসাবে কেন্দ্ৰীয় মন্ত্ৰী রাজনাথ বলেন, ইউ পি-এর রাজত্বে উত্তর পূৰ্বাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে ছিল। সশস্ত্ৰ বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্ৰায় তুলে নেওয়া হয়েছে। অসম-অরুণাচল সীমান্তে ২০ কিলোমিটারের মধ্যে এবং মেঘালয়ের কিছু অংশ ছাড়া এই আইন সম্পূৰ্ণ তুলে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার ফলে বাইরের শিল্পপতিদের উত্তর পূৰ্বাঞ্চলে বিনিয়োগের আগ্ৰহের সৃষ্টি হয়েছে। উত্তর পূৰ্বাঞ্চল প্ৰাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর পূৰ্বাঞ্চলের সাৰ্বিক উন্নতি ত্বরান্বিত হয়েছে। অসমের রাজ্যপাল জগদীশ মুখী এন ই সির বৈঠকে অংশ গ্ৰহণ করে বলেন, উত্তর পূৰ্বাঞ্চলের সাৰ্বিক উন্নয়নে ডোনার মন্ত্ৰককে বিশেষ এ্যকশন প্লান প্ৰস্তুত করতে হবে। উত্তর পূৰ্বাঞ্চলের মুখ্যমন্ত্ৰীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.