Header Ads

ভাষিক সংখ্যালঘু সেল-এর চেয়ারম্যান নির্বাচিত হন প্রাক্তন বিধায়ক স্বপন কর

জয়শ্রী আচার্য : লামডিং
অসম প্রদেশ কংগ্রেস কমিটির ভাষিক সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন লামডিং-এর প্রাক্তন বিধায়ক স্বপন কর। ফলে যারপর নাই আনন্দিত লামডিং কংগ্রেসের কর্মীরা। গত ২৫ শে জুলাই অসম প্রদেশ কংগ্রেস কমিটির অধ্যক্ষ তথা রিপুন বরার সাক্ষরিত এক বিজ্ঞপ্তি যোগে একথা জানানো হয়। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক বিভাস চৌধুরী (কাছার) বাকি দু'জন ভাইস চেয়ারম্যান সহ দু'জন ষ্টেট কো অরডিনেটর এর পদ শূন্য রয়েছে। বিজ্ঞপ্তিতে স্বপন করকে অবিলম্বে দায়িত্ব গ্রহণ করে উপরোক্ত চারটি পদে উপযুক্ত ব্যক্তিদের নিযুক্ত করার কথা বলা হয়েছে।কমিটিতে জোনাল কো অরডিনেটর হিসাবে উজান অসমের দু'জন, উত্তর অসমের চারজন, নিন্ম অসমের তিনজন,  মধ্য অসমের তিনজন, বরাক উপত্যকার একজন সদস্য রয়েছেন। ভাষিক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্বপন কর বলেন যে বর্তমানে অসমের ভাষিক সংখ্যালঘুরা নানাবিধ গুরুতর সমস্যায় ভুগছেন। ভাষিক সংখ্যালঘুদের সমস্যা সমুহ দূরীকরনে যথোচিত পদক্ষেপ নেওয়া সহ সরকারের উপর চাপ সৃষ্টি করাই তাঁর প্রথম লক্ষ্য।এদিকে প্রাক্তন বিধায়ক স্বপন কর কংগ্রেসের সংখ্যালঘু সেল- এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লামডিং-এর জনগন আশান্বিত যে বাঙালি সহ বিভিন্ন ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে লড়াই করার জন্য লামডিঙের একজনকে নির্বাচন করা হয়েছে। লামডিং ব্লক কংগ্রেসের তরফ থেকে বৃহস্পতিবার সম্বর্ধনা জ্ঞাপন করা হয় স্বপন করকে। জনগনের অনেক আশা আকাঙ্ক্ষা পূরনে সক্ষম হবেন স্বপন কর এটাই প্রত্যাশা করছে লামডিংবাসী।

No comments

Powered by Blogger.