Header Ads

ৰ্ট্ৰেনে জলের অভাবে বৃদ্ধের মৃত্যু, রেল কামরায় এক ছাত্ৰীর রহস্যজনক হত্যা


গুয়াহাটিঃ দীৰ্ঘ রেল যাত্ৰায় যাত্ৰীরা নানা অভিযোগ করে থাকেন কিন্তু কোনও অভিযোগই সুরাহা হয় না। রেল কৰ্ত্তৃপক্ষ নিরব ও নিস্পৃহ, রেলের ভাড়া কিন্তু বেড়েই চলেছে। রেলের কামরায় জল থাকেনা, লাইট থাকেনা, দূৰ্গন্ধময় শৌচালয়, বিশেষ করে যাত্ৰীদের নূন্যতম নিরাপত্তাও সুনিশ্চিত করা হয় না। সংরক্ষিত কামরাগুলিতেও নিরাপত্তা নেই। দিল্লী-তিনসুকিয়া ব্ৰহ্মপুত্ৰ মেলের ৭ নম্বর কোচে পানীয় জল না থাকার অভাবে গতকাল এক বৃদ্ধ মারা যান বলে যাত্ৰীরা অভিযোগ করেছে। ফারকাটিং ষ্টেশনে অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করা হয়। অপরদিকে আজই ডিব্ৰুগড়-রঙিয়াগামী ৰ্ট্ৰেনের টয়লেট থেকে এক মেধাবী ছাত্ৰীর মৃতদেহ পাওয়া যায়। শিমুলগুরি ষ্টেশনেথেকে তাকে উদ্ধার করা হয়। অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্ৰী রাধা কুমারী শিবসাগর থেকে ৰ্ট্ৰেনে চেপেছিলেন বলে পুলিশ সূত্ৰে জানা গেছে। এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা হয় নি। রেলের কামরার ভিতরের যাত্ৰীদেরও কোনও নিরাপত্তা নেই তা নিয়ে যাত্ৰীরা সরব হয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.