Header Ads

বিজন সিংহের মৃত্যু বার্ষিকীতে লামডিংবাসীর শ্ৰদ্ধাঞ্জলীজয়শ্ৰী আচার্যঃ লামডিং শুক্রবার বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে লামডিং এর বিশিষ্ট জনদরদী নেতা প্রয়াত বিজন সিংহ-এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয় আজাদহিন্দ পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় সকাল টায় লাইব্রেরী প্রাঙ্গণে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দন আইচ তাঁর সহধর্মিণী অনিতা আইচ  তবলা সঙ্গতে ছিলেন সিন্টু আইচ  লাইব্রেরী প্রাঙ্গণে অবস্থিত প্রয়াত বিজন সিংহের প্রতিমূর্তিতে মাল্যদান করেন লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র, স্বামী গোকুলানন্দ মহারাজ এবং প্রয়াত সিংহের বাল্যবন্ধু শ্রী অবিনাশ মজুমদার প্রদীপ প্রজ্বলন অংশগ্রহন করেন বিধায়ক শিবু মিশ্র, শ্রীমতী উমা ভৌমিক, গোকুলানন্দ মহারাজ     সমাজকর্মী প্রদীপ শীল

সমেত অন্যান্যরা পুষ্পার্ঘ প্রদান করেন লাইব্রেরী সম্পাদক সন্জীব দে, নেতাজী জন্মজয়ন্তী কমিটির সভাপতি শ্রী দিলীপ দাস, সম্পাদক সুশান্ত দে, পৌরসভার উপসভাপতি উত্তম দাস, সন্তোষ সেনগুপ্ত, তাপস দাসঅংশুমান বোস, মন্টুলাল আচার্য, বিজন চক্রবর্তী, সুকু বোস, বিল্টু সিং, সমর চক্রবর্তী, ভোলানাথ চক্রবর্তী, গৌতম নন্দী, তাপস দাস অন্যান্যরা 

          এরপর 'সে চলে গেছে বলে কি গো স্মৃতি কি তার যায় ভোলা' সঙ্গীতটির মাধ্যমে এক শোকময় স্মৃতিময়  পরিবেশের সৃষ্টি করেন শিল্পী মন্টুলাল আচার্য  এই সঙ্গীতের মাধ্যমে রেশ টেনেই প্রয়াত বিজন সিংহের কর্মজীবনের উপর স্মৃতিচারন করেন প্রাক্তন অধ্যক্ষা উমা ভৌমিকউইমেনস কলেজের অধ্যক্ষা মন্দিরা দাস শর্মাবিধায়ক শিবু মিশ্র স্বামী গোকুলানন্দ মহারাজ এদিন বিজন সিংহের মৃত্যু দিবস উপলক্ষে লামডিং এর রেল ওয়ে সিভিল    হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরন করা হয় 

                 সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপন দাস 

No comments

Powered by Blogger.