Header Ads

ডিজিট্যাল দুনিয়ায় প্ৰবেশ করল ‘নয়া ঠাহর’

সাৰ্বিকভাবে ডিজিট্যাল ইণ্ডিয়ার স্ব আজও অধ্বা, কিন্তু নেট মোবাইলের ইণ্ডিয়া দ্ৰুত গতিতে দৌড়াচ্ছে৷ দারিদ্ৰ সীমার তলে বাস করা মানুষের থেকেও মোবাইলের সংখ্যা বেশি, দেশের মোবাইলের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে গেছে৷ তার মধ্যে অত্যাধুনিক প্ৰযুক্তির স্মাৰ্ট মোবাইলের সংখ্যা ৩০ কোটিতে স্পৰ্শ করেছে৷ নেট দুনিয়া যতই এগোচ্ছে, প্ৰকাশনের জগতেও বিপ্লব আসছে, কিন্তু, ছাপা অক্ষরের মুদ্ৰণ ব্যবস্থা ক্রমশঃ পিছনে পড়ে যাচ্ছে৷ ই-পেপার, ই-বুক প্ৰভৃতির অত্যাধুনিক প্ৰযুক্তিকে মানুষ বেছে নিচ্ছেন৷ ছাপা মাধ্যমের সংবাদ পত্ৰ ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে৷ তার পরিবৰ্তে অনলাইন, ওয়েভ নিউজ পোৰ্টালের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে৷ বৰ্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের ছাপা সাহিত্যর পত্ৰিকা ‘নয়া ঠাহর’এরও উত্তরণ ঘটে গেল৷ ১১জুনসোমবার ২০১৮ থেকে ‘নয়া ঠাহর’ বেঙ্গলী নিউজ এণ্ড লিটারারী পত্ৰিকা হিসাবে প্ৰকাশ পেল, সাহিত্যের পাশাপাশি দৈনন্দিন সংবাদও স্থান পাবে৷ এবার গুয়াহাটি অসমের সঙ্গে পরিসর বৃদ্ধি করে কলকাতাকেও সংলগ্ন করলাম৷ ‘নয়া ঠাহর’এর ক্ষেত্ৰে আমরা রাজ্যবাসীর প্ৰভূত সহায় সহযোগিতা পেয়েছিলাম৷ এবারও আশা করবো রাজ্যবাসীর সহায় সহযোগিতা যথারীতি পাবো৷


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.