Header Ads

যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানান সৰ্বানন্দ সনোয়াল



গুয়াহাটিঃ ২১ জুনঃ আজ ছিল ব্ৰহ্মাণ্ডের দীৰ্ঘতম দিন, বিশ্ব সঙ্গীত দিবসও, আজই রাষ্ট্ৰসংঘের অনুমোদন ক্রমে ভারতীয় প্ৰাচীন পরম্পরামেনে আন্তৰ্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়৷ ‘শান্তির জন্য যোগ’ এই থিমকে সামনে রেখে সুসংহত মন ও শরীর সুস্থ জীবনের ভূষণ, সমাজ তথা জনগণের সৰ্বাত্মক উত্তরণের এই সোপানকে ত্বরাতি করার লক্ষ্যে চতুৰ্থ আন্তৰ্জাতিক যোগ দিবস পালন করা হয়৷ দেশের প্ৰধান মন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি দেবভূমি উত্তরাখণ্ডের দেরাদুনে ৫০ হাজার লোককে নিয়ে গলায় অসমিয়া পরম্পরা গামোছা পড়ে যোগাভ্যাস করেন৷ রাজ্যের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী রাজভবনে, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল, অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত এবং রেলওয়ে প্ৰতিমন্ত্ৰী রাজেন গোহাঁই প্ৰমুখ নগাঁও শহরে, গুয়াহাটিতে কেন্দ্ৰীয় মন্ত্ৰী বিজয় গোয়েল, ডিজিপি কুলধ্ব শইকিয়া, বরাক উপত্যকায় মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীলিপ পাল প্ৰমুখ যোগাভ্যাস করেন৷ কামাখ্যা ধামেও সাধু সন্তরা যোগাভ্যাসে সামিল হয়েছিলেন৷ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল এই যোগাভ্যাসকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানিয়ে বলেন, সুস্বাস্থ্য, সমৃদ্ধিশালী অসম গড়তে দৈনন্দিন যোগাভ্যাস আবশ্যক৷



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.