Header Ads

ড: এ পি জে আবদুল কালাম জাতীয় পুরস্কার পেলেন মেঘালয়ের কবি বিশ্বজিৎ নন্দী


তুরা, মেঘালয়ঃ সম্প্রতি নাগপুরে, সমতা সাহিত্য একাডেমি আয়োজিত জাতীয় সম্মেলনে মেঘালয়ের কবি বিশ্বজিৎ নন্দী ড: এ পি জে আবদুল কালাম জাতীয় পুরস্কারে ভূষিত হলেন। তিনি তাঁর বাংলা সাহিত্যকৃতির জন্য এই পুরস্কারের জন্য মনোনিত হোন। নাগপুরে সমতা সাহিত্য একাডেমির জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে কবি বিশ্বজিৎ নন্দীর হাতে উত্তরীয়, স্মৃতিফলক ও মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গৃহ রাজ্য মন্ত্রী শ্রী হংশরাজ আহির, সংস্থার কেন্দ্রীয় সভাপতি ড: দেবানন্দ টেন্ডিকার প্ৰভৃতির বাইরে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুরস্কার প্রাপকগন। সমতা সাহিত্য একাদেমি দীর্ঘ এগারো বছর ধরে এই ধরণের সম্মেলন করে আসছে। অনুষ্ঠানের শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্জ্বলন করেন কেন্দ্রীয় রাজ্য গৃহ মন্ত্রী শ্রী হংশরাজ আহির। কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী তার স্বাগত ভাষনে বলেন যে এই ধরণের অনুষ্ঠানে আসতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। তিনি আরও বলেন আম্বেদকারের কর্মদিশাকে আমাদের সমাজের সর্বস্তরে নিয়ে যেতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি ড: দেবানন্দ টেন্ডিকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.