Header Ads

লামডিং শহরে ডকমকা কাণ্ডের প্ৰতিবাদ


স্বপন দাস, লামডিংঃ কার্বি আংলং এর ডকমকাম কাণ্ডে সমস্ত আসাম আজ শোকে শোকাহত। অন্ধ বিশ্বাসের বলি হতে হলো দুজন উদীয়মান শিল্পীকে। বিনা অপরাধে তাদের এইভাবে প্রাণ দিতে হলো তাঁর  বিন্দু মাত্র বুঝতে পারলনা দুই বন্ধু নিলোৎপল এবং অভিজিৎ। এই পৈশাচিক হত্যা কাণ্ডের  প্রতিবাদে মুখর আজ সারাদেশ। নৃশংশ এই হত্যা কাণ্ডের প্রতিবাদে লামডিং শহরেও চলছে বিভিন্ন সংগঠনের দ্বারা আন্তরিক শ্রদ্ধার্ঘ এবং প্রতিবাদী সভা। গত ১১ জুন লামডিং-এর মহিলা সংস্থা নন্দিনীর উদ্যোগে স্থানীয় নিউ কলোনীর ঋষি অরবিন্দ মূর্তীর পাদদেশে  এক শোক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নন্দিনীর সভাপতি জয়শ্রী আচার্য মৃত দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদ্বীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ঘ প্রদান করেন। স্মরণ সভায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লামডিং শাখার সভাপতি শ্রী সাগর আচার্যী প্রয়াত শিল্পীদের প্রতি আন্তরিক শ্রদ্বার্ঘ নিবেদন করে এই ঘটনার তীব্র নিন্দা করেন। অনুষ্ঠানে এই অমানুসিক ঘৃন্য কান্ডের তীব্র প্রতিবাদ করে সোসিয়াল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচারের বিরোধিতা করে সকল কে সচতন থাকার আহ্বান জনানো হয়।  অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা  জানান নন্দিনীর সম্মাদিকা মাম্পি তালুকদার সহ তাপসি বরুয়া রুমা চৌধরী বনশ্রীআচর্য রেখা দাস রীতা লোধ প্রমুখ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পখ্যে ছিল স্মাদক বিপ্লব দে তন্ময় পাল স্নেহাশীষ দাস রুপম মন্ডল। এ ছারাও অন্চলের বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত থেকে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানান এবং দোশিদের উচিত শাস্তি প্রদানের দাবী জানান। এ ছারাও লামডিংএর সচেতন জনসধারনের উদ্যোগে ১১জুন হরুলংফার নামঘর থেকে জলন্ত মোমবাতি হাতে নিয়ে অসংখ্য শোকার্ত মানুষ মৌন মিছিল সমগ্র লামডিং পরিক্রমা করে। এদিকে এই ঘটনা সোশাল মিডিয়া সম্পুর্ন দায়ি বলে মনেকরেন প্রসাশন। তাই পুলিশ সোশাল মিডিয়া নিয়ন্ত্ৰণ করতে তৎপর হয়ে পরেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.