Header Ads

গুয়াহাটির দিসপুর প্ৰেসক্লাবে উন্মোচন হল ‘নয়া ঠাহর’ এর বিশেষ পুজো সংখ্যা

 সাহিত্য সমাজের মঙ্গলের জন্য হওয়া উচিত :পদ্মশ্রী ডাঃ ইলিয়াস আলী।

  নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটিঃ নয়া ঠাহরেরবিশেষ পুজো সংখ্যার উন্মোচন করা হয় শুক্রবার দিসপুর প্রেসক্লাবে।  এবারের পুজো সংখ্যার উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক পদ্মশ্রী ডক্টর জয়শ্রী গোস্বামী ও পদ্মশ্রী ডাক্তার ইলিয়াস আলী ।বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের সম্পাদনায় এবারের পূজা বার্ষিকীতে জ্বলন্ত সমস্যা এনআরসি নিয়ে রয়েছে প্রবন্ধ ,গল্প ,এক গুচ্ছ কবিতা বিপন্ন প্রকৃতি ও পরিবেশ নিয়ে লেখা সমসাময়িক ইত্যাদি । অনুষ্ঠানে মুখ্য অতিথি জয়শ্রী গোস্বামী স্বরচিত কবিতা পাঠ করেন এবং বলেন যে বইটি তার আত্মার সাথে জড়িত।ডাক্তার ইলিয়াস আলী বলেন শুধু বই শুধু প্রকাশ করলেই হবে না তাকে মানুষের মাঝে নিয়ে যেতে লাগবে যাতে সমাজের উন্নতি হয়। সাহিত্য মানুষের মঙ্গলের জন্য হতে লাগবে সেটা যাতে  সংঘাতের সৃষ্টি না করে এদিকে বিশেষ লক্ষ্য রেখে আমাদের সবাইকে এগিয়ে চলতে লাগবে ।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক সুপর্ণা লাহিড়ী বড়ুয়া  বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাকে মাতৃভাষাতে অনুবাদ করার কথা বলেন। এবং অন্যান্য ভাষার অনুবাদের দ্বারা তাদের সাথে বাংলা ভাষার সেতুবন্ধনের কথা বলেন ।অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বিপুল শর্মা বলেন যে সাহিত্য প্রকাশ মানুষের  ভালোর জন্য হওয়া উচিত । অনুষ্ঠানে লামডিঙের বিশিষ্ট কবি প্রদীপ সেনগুপ্ত ও ,সংগীত শিল্পী বাপন আচার্য , দিসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়,শান্তনা গুপ্ত ,গৌতম পাটিকরের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘নয়া ঠাহর’ এর সহযোগী সম্পাদক রিংকি মজুমদার ও ‘নয়া ঠাহর’ গোষ্ঠীর সদস্য দেবযানী পাটিকর।নয়া ঠাহর অনলাইনে ও পাওয়া যাচ্ছে ।(www.nayathahar.com,)এ ক্লিক করে পড়তে পারা যাবে।










1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.